পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম নারী আম্পায়ার
সারা বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন নারীরা। খেলাধুলায়ও নিজেদের মেধার ছাপ রাখছেন অনেকেই। কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো নারী রেফারি ম্যাচ পরিচালনা করার নজির গড়েছেন। এবার ক্রিকেটেও সেই কীর্তি স্থাপন করেছেন নিউজিল্যান্ডের নারী আম্পায়ার কিম কটন।
নিউজিল্যান্ড- শ্রীলংকার মধ্যেকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন অকল্যান্ডে জন্ম নেওয়া এই নারী আম্পায়ার।
আইসিসির দুটি পূর্ণাঙ্গ সদস্য দলের কোনো ম্যাচে কোনো নারী আম্পায়ার থাকার নজির এটিই প্রথম। ৪৫ বছর বয়সী কটন এর আগে নারীদের ১৬ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ ও ৪৪ টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন।
২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল এবং ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্বেও ছিলেন কটন।
এর আগে পুরুষদের ক্রিকেটে প্রথম নারী আম্পায়ার ছিলেন ক্লেয়ার পোলোসাক। যদিও সেটি ছিল আইসিসির দুই সহোযোগী দেশ ওমান ও নামিবিয়ার মধ্যেকার ওয়ানডে ম্যাচ। এছাড়াও প্রথম নারী হিসেবে পুরুষদের টেস্ট ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্বও পালন করেছেন পোলোসাক।