নেইমারের বাসার সামনে পিএসজি সমর্থকদের 'তুমিও চলে যাও' স্লোগান
লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তি নবায়ন হচ্ছে না তা নিশ্চিত। আর্জেন্টাইন মহাতারকার মন উঠে গেছে ফ্রান্সের ক্লাবটির ওপর থেকে। পিএসজি সমর্থকরাও মেসিকে তাদের ক্লাবে আর দেখতে চান না।
তবে শুধু মেসি একাই নন, ব্রাজিলিয়ান তারকা নেইমারকেও দল থেকে তাড়াতে চান পিএসজি সমর্থকরা। ২০১৭ সালে বিশ্বরেকর্ড গড়া ট্রান্সফার ফি দিয়ে নেইমারকে বার্সেলোনা থেকে নিয়ে আসে পিএসজি।
যে উদ্দেশ্যে তাকে আনা হয়েছিল সেই চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন পূরণ হয়নি ক্লাবটির। চোট-নিষেধাজ্ঞা মিলিয়ে গত ৬ বছরে পিএসজির খেলা মাত্র ৭০ শতাংশ ম্যাচে অংশ নিতে পেরেছেন নেইমার।
নেইমারের বাসার সামনে গিয়ে তাকে পিএসজি ছাড়তে বলেছেন এক দল সমর্থক। পিএসজির অফিশিয়াল সমর্থক গোষ্ঠী 'আল্ট্রা'র পক্ষ থেকে বিক্ষোভও করা হয় ক্লাবের প্রধান কার্যালয়ের সামনে।
ফ্রান্সের আরএমসি স্পোর্টস জানিয়েছে, বুধবার ফ্রান্সের স্থানীয় সময় বিকেল ৬টার দিকে পিএসজির প্রধান কার্যালয়ের সামনে হাজির হন আল্ট্রার কয়েক শ সদস্য। তাদের হাতে ছিল ক্লাবের প্রতি অসন্তোষ প্রকাশ করা ব্যানার।
বাড়ির সামনে পিএসজি সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করেছেন ব্রাজিল তারকা নিজেই। ইনস্টাগ্রামে বিক্ষোভের একটি ভিডিও প্রকাশ করা হয় 'আই ওয়াজ ক্লিয়ার' নামের একটি পেজ থেকে। নেইমার সেখানে দুটি মন্তব্য করেন। প্রথমটিতে লেখেন, 'তারা বাড়িতে গিয়েছিল'। পরবর্তীতে ৯টার দিকে দ্বিতীয় বার্তায় লেখেন, 'তারা এই মাত্র চলে গিয়েছে।'