মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
শিরোপা ঘরে তুলে দারুণ পথচলার ইতি টানলো রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫৩ রানে হারিয়ে নারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতেছে ক্লাবটি। আট বছর পর এই আসরে শিরোপার স্বাদ নিলো তারা। সর্বশেষ ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়ন হয় রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ।
বুধবার বিকেএসপি তিন নম্বর গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাটিং করতে নামে রূপালী ব্যাংক। ফারজানা আক্তার লিসা, মুক্তা রবীন্দ্র মাগরে ও তাজিয়া আক্তারের ব্যাটে ৪৮.২ ওভারে সব কটি উইকেটে হারিয় ১৯৬ রান তোলে তারা। ছোট লক্ষ্য হলেও ব্যাটিং ব্যর্থতায় জয়ের সম্ভাবনাও জাগাতে পারেনি মোহামেডান। রিতু মনি, দিপা খাতুনদের বোলিং তোপের মুখে ৪৪.২ ওভারে ১৪৩ রানেই গুটিয়ে যায় ঐতিহ্যবাহী ক্লাবটি।
৫০ ওভারে ১৯৭ রানের লক্ষ্য, কঠিন ছিল না মোহামেডানের জন্য। কিন্তু প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে শুরু করে দলটি। দলটির মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করেন। বাকি ছয় ব্যাটারের মধ্যে সর্বোচ্চ রান ৮। বিদেশি রিক্রুট জেসিয়া আক্তার ১৯ রান করে আউট হওয়ার পরই মূলত কঠিন অবস্থায় পড়ে যায় মোহামেডান।
আসা-যাওয়ার মিছিলের মাঝেও লড়াই করেছেন আয়েশা রহমান। ডানহাতি এই ব্যাটার ৭১ বলে ৪টি চার ও একটি ছক্কায় ইনিংস সেরা ৪৬ রান করেন। এ ছাড়া সানজিদা ইসলাম ১৪ ও অধিনায়ক সালমা খাতুন ১৯ রান করেন। রূপালী ব্যাংকের স্পিনার রিতু মনি ৮ ওভারে ৩৪ রানে ৩টি উইকেট নেন। ৩.২ ওভারে মাত্র ৪ রান খরচায় ২টি উইকেট নেন দিপা। একটি করে উইকেট নেন তিথি রানী, মুক্তা রবীন্দ্র ও হাবিবা ইসলাম।
এর আগে ব্যাটিং করা রূপালী ব্যাংকের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন মুক্তা রবীন্দ্র। ভারতের এই অলরাউন্ডার ৯০ বলে ৬টি চারে ৬৯ রান করেন। এ ছাড়া ফারজানা আক্তার লিসা ৩৫, ফারজানা হক পিঙ্কি ১৩, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১৩, শরিফা খাতুন ১৩ ও তাজিয়া আক্তার ৩৬ রান করেন। মোহামেডানের স্পিনার খাদিজা-তুল-কুবরা ১০ ওভারে ৪৫ রানে ৪টি উইকেট নেন। ৯.২ ওভারে ২৭ রান খরচায় সালমার শিকার ৩ উইকেট। রুমানা আহমেদ পান ২ উইকেট।