ম্যানচেস্টার ইউনাইটেড-রিয়াল নয়, বায়ার্নে যাচ্ছেন হ্যারি কেইন!
এবারের দলবদলে হ্যারি কেইনকে নিয়ে কাড়াকাড়ি হওয়ার সম্ভাবনা আগে থেকেই ছিলো। যা ঘটছে এখন, ইংলিশ স্ট্রাইকারকে নিয়ে ত্রিমুখী লড়াই চলছে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মধ্যে।
তবে এই লড়াইয়ে কিছুটা এগিয়ে আছে বায়ার্ন। ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ গোলদাতা কেইনকে পেতে ইতোমধ্যে টটেনহামকে প্রস্তাব দিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।
মূলত, রবার্ট লেভানডোভস্কির বিদায়ের পর তার জায়গায় কোনো স্ট্রাইকার কেনেনি বায়ার্ন। সাদিও মানেকে লিভারপুল থেকে নিয়ে এসেও খুব একটা লাভ হয়নি। বিশ্বমানের স্ট্রাইকাদের মধ্যে কেইনই এখন তাদের পছন্দের তালিকায় এক নাম্বারে। কেইনের জন্য টটেনহামকে ৭০ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ৭৫০ কোটি টাকা দিতে রাজি বায়ার্ন।
এদিকে কেইনের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল সবচেয়ে বেশি। এমনকি দুই পক্ষের আলোচনাও অনেক দূর এগিয়ে গিয়েছিল বলে জানা যায়। এর মধ্যে করিম বেনজেমা রিয়াল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে যাওয়ার পর কেইনের জন্য রিয়ালে আসার পথটা আরও উন্মুক্ত হয়। এরপর অবশ্য কেইনকে নিয়ে আগ্রহীদের তালিকায় যুক্ত হয় ম্যানচেস্টার ইউনাইটেড।
তবে কেইনকে কোনো ইংলিশ ক্লাবে বিক্রি না করার ব্যাপারে টটেনহামের অনড় অবস্থানের কারণে এ লড়াই থেকে পিছিয়ে পড়ে ইউনাইটেড। আর অন্য দিকে রিয়াল ব্যস্ত হয়ে পড়ে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। যে সুযোগ কাজে লাগিয়ে কেইনকে ভেড়ানোর জন্য মাঠে নামেন বায়ার্ন কোচ টমাস টুখেল।
কেইন ও টুখেল দুজনই নাকি বায়ার্নে জুটি গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে এ প্রচেষ্টায় এরই মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে টটেনহাম। তারা নাকি বায়ার্নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। আরও এক মৌসুম তারা কেইনকে ধরে রাখতে চায়। সব মিলিয়ে শেষ পর্যন্ত কেইনের ভবিষ্যৎ কোথায় নির্ধারিত হয়, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।