তামিমকে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অভিনন্দন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক বিদায়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এতে করে তার সতীর্থ থেকে শুরু করে সমর্থকেরাও অবাক হয়েছেন। তবে ঘোষণা দেওয়ার পর থেকে তামিমকে তার ক্যারিয়ারের জন্য অভিনন্দন এবং শুভ কামনা জানাচ্ছেন সাবেক-বর্তমান ক্রিকেটারেরা।
এতসব অভিনন্দন এবং শুভেচ্ছামূলক বার্তার মাঝে তামিমকে লর্ডস ক্রিকেট মাঠের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে। ক্রিকেটের তীর্থস্থান হিসেবে পরিচিত লর্ডসের বিখ্যাত অনার্স বোর্ডে ২০১০ সালেই নিজের নাম খোদাই করে নিয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা এই ওপেনার।
১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে চলার পথে তামিম খেলেছেন অসংখ্য মাঠে। যার মধ্যে আছে বিখ্যাত লর্ডসও। ইংল্যান্ডের বিপক্ষে ২০১০ সালে এই মাঠে টেস্ট খেলে বাংলাদেশ। সেই টেস্টে ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় একটি ইনিংস খেলেন তামিম। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৫৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে তামিম করেছিলেন সেঞ্চুরি।
স্বাগতিকদের কাছে বাংলাদেশ ৮ উইকেটে ম্যাচ হারলেও সেঞ্চুরি করার সুবাদে অন্য রকম এক আনন্দে ভেসেছিলেন তামিম। লর্ডসের অনার্স বোর্ডে নাম উঠে যায় তার। যেখানে নাম তুলতে পারেননি কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। শুধুমাত্র সেঞ্চুরি করলে কিংবা বল হাতে ৫ উইকেট পেলেই লর্ডসের অনার্স বোর্ডে নাম খোদাই করা হয়।
তামিমের বিদায় বেলায় লর্ডস ক্রিকেট গ্রাউন্ড তাকে অভিনন্দন জানিয়েছে। তামিমকে ট্যাগ করে করা এক টুইটে তারা লেখে, 'বাংলাদেশের হয়ে অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন।'