পিংকির ইতিহাস গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতকে ২২৬ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। দুই দলই একটি করে ম্যাচ জেতায় সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে। বাংলাদেশের বড় সংগ্রহের দিনে ইতিহাস গড়েছেন ওপেনিং ব্যাটসম্যান ফারজানা হক পিংকি।
মেয়েদের ওয়ানডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেছেন ফারজানা হক পিংকি। তার অসাধারণ ইনিংসের সৌজন্যে বাংলাদেশও গড়েছে বিশাল সংগ্রহ।
শামীমা সুলতানা ও ফারজানা হক পিংকি ওপেনিং জুটিতে যোগ করেন ৯৩ রান। ওপেনিং জুটিতে এর চেয়ে বেশি রান বাংলাদেশের মেয়েরা এর আগে আর মাত্র একবারই করতে পেরেছে, ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। শারমীন আক্তার ও শুকতারা রহমান মিলে ১১৩ রানের জুটি গড়েন সেই ম্যাচে।
জুটির রেকর্ড না হলেও ব্যক্তিগত রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন ফারজানা হক। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের প্রথম সেঞ্চুরিটি এসেছে তার ব্যাট থেকেই। শামীমার ৫২ ও ফারজানার ১০৫ রানের সৌজন্য ভারতের মেয়েদের বিপক্ষে শেষ ওয়ানডেতে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
আগে ব্যাটিং করে স্বাগতিকরা ৪ উইকেট হারিয়ে করেছে ২২৫ রান। মূলত দুই ওপেনারই বাংলাদেশের ইনিংসের ভিত গড়ে দিয়েছেন । ফারজানা শুরুতে কিছুটা সময় নিয়ে খেলেন। শামীমা ৭৮ বলে ৫২ রান করে আউট হলে হাত খুলতে শুরু করেন ফারজানা। শামিমার ইনিংসে পাঁচটি চার ছিলো।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ৭১ রান যোগ করেন ফারজানা। জ্যোতি ৩৬ বলে ২৪ রান করে স্নেহা রানার বলে আউট হন। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি রিতু মণি। ২ রান করে দেবিকা বিদ্যার বলে ফেরেন তিনি।
সোবহানা মোস্তারির সঙ্গে জুটিতে সেঞ্চুরি তুলে নেন ফারজানা। তার ১০৫ রানের ইনিংস থেমেছে ইনিংসের একদম শেষ বলে, রানআউট হয়ে। এই ইনিংসে ফারজানা চার মারেন ছয়টি। শেষ দিকে সোবহানার ২২ বলে ২৩ রানের ইনিংস বাংলাদেশের সংগ্রহকে ওপরে নিয়ে যায়।