পিএসজির দায়িত্ব ছাড়ছেন এনরিকে?
লুইস এনরিকে পিএসজির দায়িত্ব নিয়েছেন মাত্রই মাসখানেক আগে। এখন পর্যন্ত তার অধীনে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচও খেলেনি প্যারিসের ক্লাবটি। এর মধ্যেই এনরিকের দায়িত্ব ছাড়ার গুঞ্জন উঠেছে!
কিলিয়ান এমবাপ্পের সঙ্গে ক্লাবের টানাপোড়েনের জেরে এনরিকেও নাকি বিরক্ত। আর এর জেরেই পিএসজির কোচের দায়িত্ব ছাড়তে চান তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, এমবাপ্পেকে নিয়ে তৈরি হওয়া জটিলতা এবং ক্লাবের সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণেই প্যারিস ছাড়তে চান এনরিকে। শুধু তাই নয়, এনরিকের জায়গায় তার সহকারী রাফায়েল পোল দায়িত্ব নিবেন বলে জানায় স্প্যানিশ সংবাদমাধ্যমটি।
পিএসজির এক মুখপাত্র এ খবরকে গুজব বলে দাবি করেছেন। দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে সেই মুখপাত্র বলেছেন, 'এই গুজবটি পুরোপুরি হাস্যকর। এটি মোটেও সত্য নয়।'
এ খবর যে সত্যি নয়, এক পোস্টে সেই ইঙ্গিত দিয়েছেন এনরিকে নিজেও। ইনস্টাগ্রাম স্টোরিতে দলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন এই স্প্যানিশ কোচ। সেখানে স্প্যানিশ ভাষায় যা লেখা ছিলো তার অর্থ হচ্ছে, 'দলের সবাই একে অপরকে সাহায্য করছেন। আবার দলের একজন পুরো দলকে শক্তি দিয়ে যাচ্ছেন।'