মিরপুরে বিতর্কিত কাজ করেও অনুতপ্ত নন হারমানপ্রিত
বাংলাদেশ সফরে নানা বিতর্কিত কান্ড ঘটিয়ে সমালোচনার শিকার হয়েছেন ভারত নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত কর। আইসিসি কর্তৃক শাস্তিও পেয়েছেন তিনি।
ভারতের সাবেক ক্রিকেটাররাও সমালোচনা করেছিলেন হারমানপ্রিতের অখেলোয়াড়সুল্ভ আচরণের। আইসিসি দুই ম্যাচ নিষিদ্ধও করে তাকে।
তবে এতকিছুর পরেও অনুতপ্ত নন হারমানপ্রিত কর। তার দাবি, তিনি কোনো খেলোয়াড় বা কোনো ব্যক্তির সঙ্গে ভুল কিছু করেননি।
গত মাসে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিজের কর্মকাণ্ড দিয়ে সমালোচনার জন্ম দেন হারমানপ্রিত। আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে ক্ষোভ প্রকাশ, মাঠ ছাড়ার সময় আম্পায়ারকে শাসানো, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে অপমানসূচক কথা বলা— কী করেননি তিনি!
এমন কাণ্ডে শাস্তি পেলেও অনুতপ্ত নন জানিয়েছেন কর, 'কোনো কিছু নিয়ে অনুশোচনা করছি না। খেলোয়াড় হিসেবে আপনি চাইবেন, ন্যায্য কিছুই ঘটুক।'
হারমানপ্রিত যোগ করেন, 'আমি কোনো খেলোয়াড় বা কোনো ব্যক্তির সঙ্গে অন্যায় কিছু করিনি। মাঠে যা ঘটেছে সেটি বলেছি। আমি কোনো কিছুতে অনুশোচনা করি না।'