অস্ট্রেলিয়া অধিনায়কের দিকে বল ছুঁড়ে মারলেন হারমানপ্রিত
হারমানপ্রিত কর আর বিতর্ক যেন একে অপরের পরিপূরক। বাংলাদেশের বিপক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে অদ্ভূত সব অঙ্গভঙ্গি করে ও বিতর্কিত মন্তব্য করে আলোচনার খোরাক হয়েছিলেন।
সেই ঘটনায় শাস্তিও পেতে হয়েছিল হারমানপ্রিতকে। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে আরেক অপ্রীতিকর ঘটনার জন্ম দিলেন ভারত নারী ক্রিকেট দলের অধিনায়ক।
সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের খেলায় নিজের বোলিং এই ফিল্ডিং করেন হারমানপ্রিত, ব্যাটিংয়ে থাকা এলিসা হিলির দিকে বল সজোরে ছুঁড়ে মারেন তিনি। শরীর বরাবর আসা বল কোনো রকমে ঠেকিয়েছেন হিলি। পরে সেটা থার্ড ম্যান দিয়ে চার হয়ে যায়।
অস্ট্রেলিয়া অধিনায়ক হতভম্ব হয়ে যান এই ঘটনায়। হারমানপ্রিত আবার 'অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের' আবেদনও করেন। তবে অনফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী ও এন জননী তা নাকচ করে দেন। ঠিক তার পরের বলেই হিলিকে এলবিডব্লুর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান হারমানপ্রিত।