‘১৫ জন মিলে সমালোচনার চাপ নিচ্ছি, সমস্যা নেই’
বিশ্বকাপ অভিযানে বাংলাদেশের শুরুটা ভালোই হয়। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দাপট দেখিয়ে জয় তুলে নেয় তারা। কিন্তু এরপর থেকে শুধুই হতাশার গল্প। সেমি-ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে আসা দলটি টানা চার ম্যাচে হেরেছে। হার মানা প্রতিটি ম্যাচেই বাংলাদেশের ব্যাটিংয়ের করুণ দশা ছিল। ব্যাটিং ব্যর্থতার সঙ্গে টানা হার, বাংলাদেশ দলকে নিয়ে চলছে তুমুল সমালোচনা, ক্রিকেটারদের তোলা হচ্ছে কাঠগড়ায়।
টানা হারের সঙ্গে সমালোচনার চাপ, বিশ্বকাপে কঠিন সময় পার করতে হচ্ছে সাকিব আল হাসানের দলকে। ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে অবশ্য নির্ভারই দেখালো।
তিনি জানালেন, এমন চাপে খেলতে অভ্যস্ত তারা। এবারও দলের ১৫ মিলে চাপ নিচ্ছেন, তাতে কোনো সমস্যা হচ্ছে না তাদের। দল ভালো করলে সবাই মিলে উদযাপন করার কথা জানিয়ে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ এই সদস্য বলেন, 'এটা তো আসলে হয় কী, যখন খারাপ হয়, তখন আমাদের এই ১৫ জনেরই সব নিতে হয়। ওটা তো আমরা নিচ্ছি সব সময়ের মতো। সব চাপ নিচ্ছি, সমস্যা নেই। আবার যখন ভালো হবে, সবাই মিলে উদযাপন করব।'
শেষ চার ম্যাচে ব্যাটিং-বোলিং কোনোটাই চাওয়া মতো হয়নি বাংলাদেশের। দলটির আপাতত লক্ষ্য ভুল শুধরে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেট খেলা। তাসকিনের ভাষায়, 'আশা অনুযায়ী তো বোলিং-ব্যাটিং কোনোটাই হয়নি। আশা করছি কাল আমাদের সেরাটা দিয়ে যেসব জায়গায় ভুল হয়েছে, ওগুলোতে উন্নতি করে… প্রধান লক্ষ্য এখন তো জেতার কোনো বিকল্প নেই। নিজেদের সেরাটা দিয়ে জেতাটা মূল লক্ষ্য। যেসব জায়গায় ভালো হয়নি, সেসব জায়গায় ১০-১৫ শতাংশ উন্নতি করলে হয়তো জেতার সুযোগটা আসবে।'
হারতে থাকলে নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় বলে মনে করেন তাসকিন। বাংলাদেশও তাই করছে। এই ম্যাচসহ পরের বাকি সবগুলো ম্যাচ জেতার লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, 'ম্যাচ হেরে গেলে সবই ট্রিকি। অবশ্যই এমন ম্যাচগুলো আরও বেশি চাপ থাকে। সবার প্রত্যাশা অনেক বেশি থাকে। জিততে চাই আমরা সবগুলো ম্যাচই।'
'বললেই তো আর জিততে পারবো না, সঠিক জিনিসগুলো প্রক্রিয়ার মাধ্যমেই করে জিততে হবে। এখন শুধু পরের ম্যাচটা ফোকাস করে সবকিছু ঠিকঠাক করে ম্যাচটা জিততে হবে। তারপর পরের ম্যাচগুলো নিয়ে ভাবতে চাই। আমার যদি আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি, তাহলে না জেতার কারণ দেখি না। জিতবো ইনশাআল্লাহ।' যোগ করেন চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা ডানহাতি এই পেসার।