এটাই বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ, বলছেন সাকিব
স্বপ্ন ছিল সেমি-ফাইনাল খেলা। বিশ্বকাপ স্বপ্নযাত্রায় আফগানিস্তানকে হারিয়ে শুরুটা মনমতোই হয় বাংলাদেশের। কিন্তু পরের ম্যাচ থেকে যে হারের বৃত্তে ঢুকেছে দলটি, আর বের হওয়া হয়নি। টানা পাঁচ ম্যাচ হারের দুঃস্বপ্নের অধ্যায়ে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। তাদের বাকি আর তিন ম্যাচ, কিন্তু বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান এখনই বলে দিলেন; এটাই বাংলাদেশের স্বরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ।
১৯৯৯ বিশ্বকাপ থেকে খেলছে বাংলাদেশ। প্রথম আসরেই দুটি ম্যাচ জেতে তারা। ২০০৩ বিশ্বকাপে জয়হীন থাকা বাংলাদেশ পরের চার আসরেই তিনটি করে ম্যাচ জিতেছে। কিন্তু এর কোনোটাই সাকিবের কাছে 'আহামরি' পারফরম্যান্স নয়; গত এশিয়া কাপ চলাকালে অবলীলায় এমন মন্তব্য করেন তিনি। এবার সব ছাড়িয়ে যাওয়ার মিশন নিয়ে ভারতে এসেছিলেন তারা। কিন্তু ষষ্ঠ ম্যাচের পরই তাকে স্বীকার করে নিতে হলো অপ্রিয় সত্য কথাটি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্ন করা হয়, আজ পর্যন্ত ধরলে এটাই বাংলাদেশের স্বরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ কিনা? উত্তরে বাংলাদেশ অধিনায়ক বললেন, 'হ্যাঁ, সেটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন। এবং আমি দ্বিমত করব না।'
ওয়ানডেতে বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হলেও এবারের বিশ্বকাপে নিজেদের সেভাবে প্রমাণ করতে পারেনি তারা। শুরু থেকেই ছন্দহীন লেগেছে সাকিবের দলকে। বিশেষ করে ব্যাটিংয়ে রীতিমতো ছন্নছাড়া অবস্থা। এই অবস্থা কী কারণে, কেন পারলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। সাকিব বললেন, 'কেন-এর উত্তর দিতে পারলে আমরা আরও ভালো করতাম। এই কেন- এর উত্তর আমার কাছে নেই আসলে।'
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব জানান, খেলোয়াড়দের মাথায় কী চলছে, তা তিনি জানেন না। জানেন না আরও অনেক কিছুই। তবে একটি ব্যাপার তিনি জানেন, বিশ্বকাপের জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়নি বাংলাদেশের, 'আমরা অনেক আন্ডার প্রিপ্রেয়ার্ড ছিলাম। কিন্তু এখন এই এক্সকিউজ দিয়ে খুব বেশি লাভ হবে না। তবে অবশ্যই আমরা আন্ডার প্রিপ্রেয়ার্ড ছিলাম।'