দেশের মানুষের জন্য ‘কিছু’ একটা নিয়ে যাওয়ার ভাবনায় সাকিব
সেমি-ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে আসা বাংলাদেশ এখন পর্যন্ত ছয় ম্যাচে একটিতে জিতেছে। সর্বশেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেও হেরে গেছে তারা। এই হারে কার্যত বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তবুও বাকি থাকা তিন ম্যাচে ভালো করে দেশের মানুষের জন্য কিছু একটা নিয়ে যাওয়ার ভাবনায় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি খেলবেন সাকিবরা। এই ম্যাচে পাকিস্তান নিয়ে বাংলাদেশের ভাবনা কী? সাকিব জানান, প্রতিপক্ষ নিয়ে ভাবার মতো অবস্থায় তারা নেই।
অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেন, 'আসলে এখন আমাদের নিজেদের জাগিয়ে তুলতে হবে। এই মুহূর্তে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি চিন্তা করার অবস্থায় আমরা নেই। আমরা যেমনটা খেলতে পারি, সেরকমটাই খেলার চেষ্টা করতে হবে। এ ছাড়া কোনো বিকল্প নেই। তিনটি ম্যাচ আছে, আমাদের এগুলো খেলতে হবে। দেশের মানুষের জন্য কিছু অন্তত নিয়ে যেতে পারলে ভালো হয়, সেটাই এখন ভাবনায় আছে।'
যদিও কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন বলে মনে করেন সাকিব, 'সত্যি বললে এখান থেকে ঘুড়ে দাঁড়ানো ভীষণ কঠিন। তিন ম্যাচ আছে, খুবই কঠিন, তারপরও আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া তো আমাদের কিছু করার নেই। আজকের দিনটা যদি আমরা ভুলে যেতে পারি এবং সামনের ম্যাচটায় ফোকাস করতে পারি, ভালো হয়। তবে সেটা অনেক কঠিন। যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, সেখান থেকে কামব্যাক করা কঠিন।'
বিশ্বকাপ স্বপ্ন চুরমার, সাকিবের দৃষ্টি এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। র্যাঙ্কিংয়ে সেরা আটে থেকে আসরটিতে খেলার পরিকল্পনা তার, 'লক্ষ্য আরও একটু ভালো করার, সেটা আটের মধ্যে থাকতে হবে, যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয়। আমাদের তিনটি ম্যাচ আছে। তবে এ রকম পরিস্থিতিতে ঘুড়ে দাঁড়ানো কঠিন। আমাদের এই ১৫ জনকেই চেষ্টা করতে হবে, যেন এই পরিস্থিতিটা একটু হলেও বদলাতে পারি। আবারও বলছি এটা কঠিন। তবে চেষ্টা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই।'