‘মাঝে মাঝে হাসির দরকার আছে’
দুদিন আগেই সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান। টানা হারে ক্লান্ত শরীর-মন, নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর তাই সংবাদ সম্মেলনে মলিন চেহারার সাকিবকেই দেখা গিয়েছিল। সাংবাদিকদের প্রায় সব প্রশ্নে একমতও হন তিনি। পরের দিন সন্ধ্যায় পুরো দল নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দাওয়াতে যান বাংলাদেশ অধিনায়ক। এরপর গেল আরেকটি দিন, এর মধ্যে মানসিকভাবে অনেকটাই চাঙ্গা হয়ে উঠেছেন তিনি।
কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হাস্যোজ্জ্বল সাকিবকে দেখা গেল। বেশ কিছু প্রশ্নের উত্তর হাসতে হাসতে দিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার, কখনও হেসেছেন কারণ ছাড়াই। আবার প্রশ্নের মাঝে মাঝে গুনগুন করে গানও গাইতে দেখা যায় তাকে। সব মিলিয়ে ফুরফুরে মেজাজের সাকিব কথা বললেন মন খুলে। সংবাদ সম্মেলন কক্ষ ছাড়ার আগে হাসতে হাসতে করলেন নিজের চাঙ্গা অবস্থার ব্যাখ্যা। জানালেন, মাঝে মাঝে হাসতে হয়।
বিশ্বকাপে দুঃস্বপ্নের সময় কাটছে বাংলাদেশের। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর পর হেরেই চলেছে সাকিবের দল। ছয় ম্যাচে টানা পাঁচ হারে বিশ্ব আসর থেকে কার্যত বিদায়ই হয়ে গেছে বাংলাদেশের। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে পেছন নিয়ে ভাবছেন না সাকিব, দিনটা যে ভুলে যেতে চান; ডাচদের বিপক্ষে হারের দিনই জানান বিষণ্ন সাকিব। একদিনের ব্যবধানে সাকিবকে চাঙ্গা দেখে স্থানীয় এক সাংবাদিক কারণ জানতে চাইলেন। হাস্যোজ্জ্বল সাকিব বললেন, 'এখন কী আমার কণ্ঠ অন্যরকম মনে হচ্ছে? আমরাই এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারি আমাদের খেলা দিয়ে। সেটাই আমরা করার চেষ্টা করছি।'
ব্যর্থতার অধ্যায়ে নেদারল্যান্ডসের বিপক্ষেও হার, গত দুইদিনে বাংলাদেশ শিবিরে গুমট আবহাওয়াই থাকার কথা। তবুও প্রশ্ন করা হলো সাকিবকে। বাংলাদেশ অধিনায়ক বললেন, 'ওইদিন তো সবাই খুব খারাপ অনুভব করেছে। তবে কেবল খারাপ অনুভব করলে তো চলবে না। এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আমাদের। আমরা একসাথে বসে আলাপ করেছি, ব্যক্তিগতভাবে আলাপ করেছি। যেটা করলে আমাদের আরও ভালো কিছু হতে পারে, সেগুলো আমরা করার চেষ্টা করেছি।'
বাংলাদেশের মতো কোণঠাসা অবস্থা পাকিস্তানেরও। ছয় ম্যাচের মধ্যে শেষ চারটি ম্যাচ হেরেছে ৯২'র বিশ্ব চ্যাম্পিয়নরা। কালকের ম্যাচে এটা কি বাড়তি অনুপ্রেরণা হতে পারে? এই প্রশ্নেই সবচেয়ে বেশি হাসলেন সাকিব, বাংলাদেশ অধিনায়ক বললেন, 'একই কথা তো ওরাও বলতে পারে যে বাংলাদেশ শেষ পাঁচ ম্যাচ হেরেছে। কী বলব বলেন (হাসি)। মাঝে মাঝে হাসির দরকার আছে (হাসি)।'