সাকিবদের জন্য সমর্থন চেয়ে তামিম বললেন, ‘জানি না সামনে খেলব কি না’
বাংলাদেশ দলের অভ্যন্তরীণ কোন্দলে এবারের বিশ্বকাপে খেলা হচ্ছে না তামিম ইকবালের। একেবারে শেষ মুহূর্তে অভিজ্ঞ এই ওপেনারের দলে থাকা না থাকা নিয়ে জটিলতা তৈরি হয়, শেষ পর্যন্ত তাকে ছাড়াই দল ঘোষণা করা হয়। দল বিশ্বকাপে, তামিম নিজের মতো করে সময় কাটাচ্ছেন। দেশসেরা এই ব্যাটসম্যান বাংলাদেশ দলের খেলা দেখছেন, পরিবারকে সময় দিচ্ছেন, বন্ধু-বান্ধব নিয়ে ঘুরছেন।
নিজে না খেললেও দলের প্রতি আবেগ একইরকম আছে তামিমের। বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পর দলকে শুভকামনা জানিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেস থেকে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন তিনি। খারাপ সময়ে থাকায় এবার সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের জন্য ভালোবাসা ও সমর্থন চাইলেন তামিম। পাশাপাশি জানিয়ে রাখলেন, আগামীতে বাংলাদেশ দলের হয়ে খেলবেন কিনা, সেটা জানা নেই তার।
সেমি-ফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া বাংলাদেশ চরম দুঃসময় পার করছে। সাত ম্যাচের ছয়টিতে হেরে ইতোমধ্যে সেমির দৌড় থেকে ছিটকে গেছে ব্যাটিং ব্যর্থতার বৃত্তে আটকে যাওয়া সাকিবের দল। এমন দুঃসময় পার করতে থাকা দলের জন্য ভালোবাসা ও সমর্থন দরকার বলে মনে করেন তামিম। পাশাপাশি ক্রিকেটারদের পরিবারের প্রতিও ভালোবাসা প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন তিনি।
একটি পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে নিজের বক্তব্যে তামিম বলেন, 'আমরা ক্রিকেট নিয়ে এতো আবেগী যে, যখন ভালো হয় না, তখন আমাদের মনে হয় যে দুনিয়া শেষ হয়ে গেল। আর যখন ভালো হয়, মনে হয় যে আমরা সব জয় করে নিয়েছি। এখন একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা সবাই। যেহেতু আপনারা একটা গুরুত্বপূর্ণ মিডিয়া, আমি এটাই বলবো যে, যতোটা সম্ভব, দেশকে সমর্থন দিন।'
'কারণ সবাই কোনো না কোনো জায়গায় হতাশা প্রকাশ করে, কিন্তু একটু চিন্তা করবেন যে, ১৫টা ছেলে ওখানে গিয়ে চেষ্টা করছে, তাদের পরিবার বা তাদের ওপর কীভাবে প্রভাব পড়ছে। আমি জানি যে এটা কঠিন সময়, আমরা (বাংলাদেশ দল) দেশকে হতাশ করেছি। কিন্তু দিনশেষে তারা সবাই মানুষ। আর আমি খেলছি কি খেলছি না, এটা সত্যিই কোনো ব্যাপার নয়। বাংলাদেশ খেলছে, তাদের সমর্থন করা দরকার। দেশ থেকে তাদের এবং তাদের পরিবারের জন্য ভালোবাসা প্রদর্শন করা দরকার আমাদের।' যোগ করেন তামিম।
পিঠের চোটের কারণে দীর্ঘদিন ধরে ভুগছেন তামিম। চোট কাটিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরলেও শেষ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়। অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে নিজের চোটের অবস্থার কথা জানান তামিম। যা নিয়ে তৈরি হয় জটিলতা। অধিনায়ক সাকিব ও প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে তামিমকে দলে না নিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে পরামর্শ দেন।
সমাধান খুঁজতে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দ্বারস্থ হন বিসিবি সভাপতি। তাতেও কাজ হয়নি, তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করা হয়। পরে এক সাক্ষাৎকারে তামিমকে নিয়ে ঢালাওভাবে সমালোচনা করেন সাকিব। তামিমকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের সমাধান হয়নি এখনও। এ কারণেই হয়তো তিনি বলে রাখলেন, 'জানি না খেলব কি খেলব না সামনে। কিন্তু যদি খেলি, তাহলে মাঠে দেখবেন। আর যদি না খেলি, দোয়া করবেন আমার জন্য।'