বাবর নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম জানাল পিসিবি
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিন ফরম্যাটেরই নেতৃত্ব থেকে সরে যাওয়াও ঘোষণা দেন তিনি। তার এই ঘোষণার দেড় ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাবরের মতো তার দেশের ক্রিকেট বোর্ডও নতুন অধিনায়কদের নাম সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে। বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে। টেস্টের নেতৃত্ব দেওয়া হয়েছে বাঁহাতি ওপেনার শান মাসুদকে।
দুজনের ছবি পোস্ট করে পিসিবি লিখেছে, 'আমাদের অধিনায়কেদের পরিচয় করিয়ে দিচ্ছি। শান মাসুদ টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। টি-টোয়েন্টিতে নেতৃত্বে দেবেন শাহিন শাহ আফ্রিদি।' ওয়ানডে ফরম্যাটের নেতৃত্বের ব্যাপারে কিছু জানানো হয়নি।
এর কয়েক মিনিট পর পিসিবির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে আরও একটি পোস্ট দেওয়া হয়। পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ ও বাবর আজমের বৈঠকের একটি ছবি দেওয়া হয় পোস্টটিতে। এতে লেখা হয়েছে, বিশ্বকাপ পারফরম্যান্স ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য আজ লাহোরে পিসিবির প্রধান কার্যালয়ে পিসিবি প্রধান ও বাবর আজম বৈঠক করেছেন।
একটি ফরম্যাটে মনোযোগ দিতে সাদা বলের ক্রিকেট থেকে বাবরকে অব্যাহতি দেওয়া হয়। তাকে টেস্ট অধিনায়কত্ব চালিয়ে যেতে বলা হয়েছিল। কিন্তু পরিবারের সঙ্গে আলোচনার পর সব ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন বাবর। তার এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানাচ্ছে পিসিবি এবং একজন খেলোয়াড় হিসেবে তাকে সমর্থন দিয়ে যাবে বোর্ড।
বিশ্বকাপ চলাকালীন বাবরের নেতৃত্ব ছাড়ার গুঞ্জন ছড়ায়। কদিনের মাথায়ই সেটা বাস্তবে রূপ নিল। ভারতে চলমান বিশ্বকাপে হতাশার সময় কেটেছে পাকিস্তানের। ৯ ম্যাচের ৪টিতে জেতা দলটি সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হয়, বাবরের নেতৃত্বে পাঁচ নম্বরে থেকে আসর শেষ কর দলটি।
অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় বাবর বলেছেন, 'আজ আমি পাকিস্তানের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করছি। এটা কঠিন সিদ্ধান্ত, তবে আমার মনে হয় এটাই সঠিক সময়। ওয়ানডে ক্রিকেটের এক নম্বর দল হওয়া আমাদের দলীয় চেষ্টার ফল। খেলোয়াড়, কোচ থেকে টিম ম্যানেজমেন্ট এই কৃতিত্বের দাবিদার। তবে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সব সমর্থককে, যারা পাশে থেকে সাহস জুগিয়েছেন। আমি পিসিবিকে ধন্যবাদ জানাই, ভরসা করে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার জন্য।'