বিপর্যয়ের পর মুশফিক-দিপুর ব্যাটে প্রথম সেশন পার করল বাংলাদেশ
নিজেদের ভুল ও নিউজিল্যান্ডের দুই স্পিনার মিচেল স্যান্টনার ও এজাজ প্যাটেলের তোপে দ্রুত উইকেট হারিয়ে দিশাহারা হয়ে পড়েছিল বাংলাদেশ। ৪৭ রানেই ফিরে যান চার ব্যাটসম্যান। এখান থেকে হাল ধরে দলে কিছুটা স্বস্তি ফিরিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ শাহাদাত হোসেন দিপু।
এ দুজনের ব্যাটে বিপর্যয় কাটিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেল বাংলাদেশ। ২৮ ওভারের প্রথম সেশনে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮০ রান। মুশফিক ৪৫ বলে ২টি চারে ১৮ ও দিপু ৩৫ বলে ২টি চারে ১৪ রানে অপরাজিত আছেন।
ফিরলেন মুমিনুল-শান্তও, কিউই স্পিনে দিশাহারা বাংলাদেশ
ভালো শুরুর ইঙ্গিত দিয়ে হঠাৎ-ই দিক হারায় বাংলাদেশ। মাত্র ৫ বলের ব্যবধানে ফিরে যান দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। এই চাপ আর কাটিয়ে ওঠা হলো না স্বাগতিকদের। ৯ বলের মধ্যে ফিরে গেলেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৪৭ রানেই ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ রীতিমতো ধুঁকছে।
ধোঁকার কারণ নিউজিল্যান্ডের দুই স্পিনার মিচেল স্যান্টনার ও এজাজ প্যাটেল। দুজনই দুটি করে উইকেট নিয়েছেন। দিক হারা দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেছেন মুশফিকুর রহিম ও আগের টেস্টে অভিষেক হওয়া তরুণ শাহাদাত হোসেন দিপু। ১৭ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৭ রান। মুশফিক ও দিপু এখনও রানের খাতা খুলতে পারেননি।
পাঁচ বলে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর ইঙ্গিতই দিয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। খাঁটি টেস্ট মেজাজেই ব্যাট চালাচ্ছিলেন তারা। কিন্তু হঠাৎ বিপর্যয়ে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ। মাত্র পাঁচ বলের ব্যবধানে ফিরে গেছেন স্বাগতিকদের দুই ওপেনার।
মেজাজ হারিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন জাকির। ইশ সোধির জায়গায় সুযোগ পাওয়া নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের বলে তেড়েফুঁরে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হন ২৪ বলে একটি চারে ৮ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান।
শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই বিপদ বাড়ে জয়ের বিদায়ে। কিউই বোলারদের বিপক্ষে ধুঁকতে থাকা ডানহাতি এই ব্যাটসম্যান এজাজ প্যাটেলের বলে শর্ট লেগে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন। ৪০ বলে ২টি চারে ১৪ রান করেন তিনি।
২৯ রানে ২ উইকেট হারানো দলে স্বস্তি ফেরানোর চেষ্টায় আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। দুজনই ৩ রানে ব্যাটিং করছেন। ১৩ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৫ রান।