আলোক স্বল্পতায় আড়াই ঘণ্টা আগেই দিনের খেলা শেষ
বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার মিরপুর টেস্টের খেলা অনুষ্ঠিত হওয়াটাই চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। ১৫ উইকেট পড়া প্রথম দিনের পর থেকে নানা কারণে বন্ধ থাকছে খেলা। প্রথম দিন দুই দল মিলিয়ে ৭৯ ওভার ব্যাটিং করে। দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেসে যায়, একটি বলও মাঠে গড়ায়নি এদিন। তৃতীয় দিনও বৃষ্টির কারণে খেলা শুরু হতে বেশ দেরি হয়। ১২টায় শুরু হয়ে আলোক স্বল্পতায় পৌনে তিনটায় যে খেলা বন্ধ হয়, আর শুরু হয়নি।
বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সোয়া চারটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আজ সোয়া পাঁচটা পর্যন্ত খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই হিসেবে আড়াই ঘণ্টা আগেই খেলা শেষ হয়েছে। সব মিলিয়ে আজ ৩২.৩ ওভার খেলা হয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়া বাংলাদেশ ২ উইকেটে ৩৮ রান তুলেছে। তাদের লিড দাঁড়িয়েছে ৩০ রান। জাকির হাসান ১৬ ও মুমিনুল হক শূন্য রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
বাংলাদেশের করা ১৭২ রানের জবাবে প্রথম ইনিংসে ১৮০ রান করে নিউজিল্যান্ড। ৮ রানে পিছিয়ে তেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামা বাংলাদেশ প্রথম ওভারেই উইকেট হারায়। এজাজ প্যাটেলের বলে স্লিপে যেন ক্যাচ অনুশীলন করান হতাশাজনকভাবে আউট হওয়া মাহমুদুল হাসান জয়। অষ্টম ওভারে থামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টিম সাউদির শিকারে পরিণত হওয়ার আগে ২৪ বলে ২টি চারে ১৫ রান করেন তিনি।
ফিলিপসের ঝড়ো ব্যাটিংয়ে লিড নিয়ে অলআউট হলো নিউজিল্যান্ড
৪৬ রানেই ৫ উইকেট হারানো নিউজিল্যান্ড শেষ পর্যন্ত লিড পেলো। ভাঙনের সুর বেজে গেলেও তাতে কান না পেতে ঝড়ো ব্যাটিংয়ে দলকে অনেকটা সময় পথ দেখালেন গ্লেন ফিলিপস। ইনিংসের প্রায় অর্ধেক রান একাই করা ডানহাতি এই ব্যাটসম্যানের কল্যাণে প্রথম ইনিংসে ৮ রানের লিড পেল কিউইরা। বাংলাদেশের করা ১৭২ রানের জবাবে প্রথম ইনিংসে ১৮০ রান তুলেছে সফরকারীরা।
৫ উইকেটে ৫৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা নিউজিল্যান্ড আজ ওয়ানডে মেজাজে রান তুলেছে। এদিন ২৪.৩ ওভারে ১২৫ রান করেছে তারা। নেতৃত্ব ছিলেন ফিলিপস। ৭২ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৮৭ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন পেসার কাইল জেমিসন। এ ছাড়া ডেভন কনওয়ে ১১, কেন উইলিয়ামসন ১৩, ড্যারিল মিচেল ১৮ ও অধিনায়ক টিম সাউদি ১৪ রান করেন। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ৩টি করে উইকেট পান। ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও নাঈম হাসান।
মিচেল-স্যান্টনারকে ফিরিয়ে কিউইদের চাপ বাড়ালেন নাঈম
বৃষ্টির দাপট শেষে অবশেষে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার মিরপুর টেস্টের খেলা শুরু হয়েছে। তৃতীয় দিন বেলা ১২টায় শুরু হয় খেলা, শুরু থেকেই মেরে খেলার চেষ্টা করেন শেষ দুই দিন অপরাজিত থেকেও বৃষ্টির কারণে মাঠে নামতে না পারা ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। দ্রুতই রান তুলে যাচ্ছিলেন তারা।
কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়ালেন নাঈম হাসান। মিরপুর টেস্টে এদিনই প্রথমবারের মতো বল হাতে নেন ম্যাচ ম্যাচ শুরুর আগের দিন আঙুলে চোট পাওয়া ডানহাতি এই পেসার। মিচেলকে ফিরিয়ে ৪৯ রানের জুটি ভাঙেন তিনি। এই উইকেটে অবশ্য মেহেদী হাসান মিরাজের অবদানই বেশি। ৩৯ বলে ২টি ছক্কায় ১৮ রান করা মিচেল তুলে মারেন, লং অনে অনেকটা দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন মিরাজ।
এক ওভারের ব্যবধানে মিচেল স্যান্টনারকেও ফিরিয়ে দেন নাঈম। তার বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন কিউই অলরাউন্ডার। পেসার কাইল জেমিসনকে সঙ্গে নিয়ে লড়ছেন এখন পর্যন্ত ইনিংস সেরা রান করা ফিলিপস।
২৭ ওভার শেষে ৭ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ১২০ রান। প্রথম ইনিংসে এখনও ৫২ রানে পিছিয়ে সফরকারীরা। ফিলিপস ৫৬ ও জেমিসন ৭ রানে ব্যাটিং করছেন। বাংলাদেশের করা ১৭২ রানের জবাবে ৫ উইকেটে ৫৫ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে কিউইরা। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়।