বিপজ্জনক পিচ, পরিত্যক্ত বিগ ব্যাশের ম্যাচ
খেলা শুরুর পর বাজে উইকেটের কারণে ম্যাচ পরিত্যক্ত, পেশাদার পর্যায়ে এমন ঘটনা খুব বেশি দেখা যায় না। বিগ ব্যাশে আজ এমন ঘটনাই ঘটলো। জিলংয়ের সিমন্ডস স্টেডিয়ামে পার্থ স্করচার্স-মেলবোর্ন রেনেগেডসের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। নির্ধারিত সময়ে টস ও খেলা শুরু হয়, কিন্তু বাজে উইকেটের কারণে ৬.৫ ওভার পর ম্যাচটি পরিত্যক্ত করা হয়। এখানকার পিচকে 'বিপজ্জনক' বলা হয়েছে।
অপ্রত্যাশিত বাউন্স ছিল, যে কারণে যা দুই দলের খেলোয়াড়রা মাঠের আম্পায়ারকে এই বিষয়ে জানান। ২০ মিনিট অপেক্ষা করার পরে ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়। ম্যাচের আগের দিন রাতে জিলংয়ে প্রচুর বৃষ্টি হয়। কভার দিয়ে ঢাকলেও পিচে পানি জমে যায়। পানি শুকানোর চেষ্টা চালালেও পুরোপুরি তা করা যায়নি। ম্যাচ শুরুর আগে পিচের স্যাঁতসেঁতে জায়গা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
টস জিতে স্কোরচার্সকে ব্যাটিংয়ে পাঠানোর পর রেনেগেডস অধিনায়ক নিক ম্যাডিনসন বলেন, 'উইকেট একেবারে ভিজে গিয়েছে। তাই আমরা শুধু দেখতে চাই কী ঘটতে যাচ্ছে।' খেলা যখন বন্ধ হয়, তখন ৬.৫ ওভারে ২ উইকেটে ৩০ রান ছিল স্কোরচার্সের। ২০ রানে অপরাজিত থাকা অ্যারন হার্ডি সবার আগে আম্পায়ারদের কাছে অভিযোগ করেন, জানান অসুবিধার কথা। জশ ইংলিসও অভিযোগ করেন।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং ধারাভাষ্য দিচ্ছিলেন। সপ্তম ওভারে একটি অসম বাউন্স দেখার পর এটাকে 'হাস্যকর' বলে অভিহিত করেন তিনি। আরেক সাবেক অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, 'খেলোয়াড়রা যদি এই পিচে খেলা চালিয়ে যায়, তবে তাদের শরিরে বা হেলমেটে আঘাত পাওয়ার ঝুঁকি রয়েছে।'
সপ্তম ওভারে উইল সাদারল্যান্ডের পঞ্চম ডেলিভারি অফ স্টাম্পের বেশ বাইরে পড়ে অস্বাভাবিক আচরণ করলে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন ইংলিস। আলোচনা করে তখনই ম্যাচ বন্ধ করে দেন দুই আম্পায়ার। মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে জানানো হয়। কিছুক্ষণ পরই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। খেলা বন্ধের আগে স্কোরচার্সের রান ছিল ২ উইকেটে ৩০।
খেলা পরিত্যক্তের বিষয়ে আম্পায়ার বেন ট্রেলোর বলেছেন, 'শেষ ডেলিভারিটিতে উইকেটের অস্বাভাবিক আচরণ দেখলাম আমরা। আমাদের মনে হয়েছে, এটা বিপজ্জনক হয়ে উঠেছে। যে কারণে খেলা থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।'
পিচের কন্ডিশন ভালো না হওয়ার পরও খেলা শুরু করা নিয়ে ট্রেলোর জানান, শুরুতে আশাবাদী ছিলেন তারা, 'প্রথমে ভালোই মনে হয়েছিল। আর খেলা শুরু না করলে এ ধরনের পরিস্থিতি পুরোপুরি আঁচও করা যায় না। প্রথম কয়েক ওভারের পরও মনে হয়েছে খেলা শেষ করা যাবে। কিন্তু শেষ বলটা দেখে আমাদের বিবেচনায় বিপজ্জনকই মনে হয়েছে।'