যে কারণে ধোনির চেন্নাইয়ে মুস্তাফিজ
একটা সময়ে মনে হচ্ছিল, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হয়তো বাংলাদেশি কোনো ক্রিকেটারকে দেখা যাবে না। কিন্তু নিলামের শেষ দিকে ডাক পড়ে মুস্তাফিজুর রহমানের, 'অ্যাকসিলারেটেড' রাউন্ড থেকে বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস।
গত ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামের শেষ মুহূর্তে মুস্তাফিজকে দলে নিলেও আগে থেকেই তার দিকে নজর ছিল বলে জানিয়েছেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান। চেন্নাইয়ের ঘরের মাঠে বাংলাদেশ পেসার কার্যকর হবেন, এমন ভাবনা থেকেই তাকে দলে নেওয়া।
শুরুর সেই ধার নেই মুস্তাফিজের বোলিংয়ে, বাংলাদেশ দল থেকে এখন বাদও পড়েন তিনি। কিন্তু চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের উইকেটের কথা ভেবে তাকে দলে নিয়েছে দলটি। এখানকার উইকেটে বল কিছুটা গ্রিপ করে, পড়ে থেমে আসে বল। এমন উইকেটে মুস্তাফিজের স্লোয়ার ও কাটার কাজে লাগবে বলে মনে করে চেন্নাই। এ ছাড়া মাঠের দুই পাশের বড় সীমানাও সহায়ক হতে পারে তার জন্য।
শনিবার চেন্নাইয়ে 'জুনিয়র সুপার কিংস'-এর উদ্বোধনী আয়োজনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন কাসি বিশ্বনাথান। পছন্দের ক্রিকেটারদেরই দলে নিতে পেরেছেন বলে জানান তিনি। এক ফাঁকে মুস্তাফিজের বিষয়ে বিশ্বনাথান বলেন, 'যাদেরকে নেওয়ার লক্ষ্য ছিল আমাদের, মোটামুটি তাদের সবাইকেই পেয়েছি। ড্যারিল মিচেলকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল।'
'আমাদের মনে হয়েছে, চিপকের উইকেটে এবং সেখানে দুই পাশের সীমানা যেমন, মুস্তাফিজুর রহমান ভালো একটি পছন্দ হতে পারে। আমাদের ভাবনায় ছিল এসব। তবে আমরা নিশ্চিত ছিলাম না, তাদেরকে আমরা পাব কিনা। সৌভাগ্যবশত, এবার নিলাম বেশ ভালো কেটেছে আমাদের।' যোগ করেন মহেন্দ্র সিং ধোনির দলের এই কর্মকর্তা।
সপ্তমবারের মতো আইপিএল খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির সবচেয়ে জমজমাট এই আসরে ৪৮ ম্যাচে ওভার প্রতি ৭.৯৩ রান খরচায় ৪৭টি উইকেট নিয়েছেন তিনি। আইপিএলে এতো ম্যাচ খেললেও এখন পর্যন্ত এমএ চিদাম্বরম স্টেডিয়ামে খেলা হয়নি তার। এবারের বিশ্বকাপে এই মাঠে প্রথমবারের মতো খেলেন মুস্তাফিজ, নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ ওভারে ৩৬ রানে নেন এক উইকেট।