শান্তর কণ্ঠে সিরিজ জয়ের প্রত্যয়
নেপিয়ারের ম্যাকলিন পার্কেই সিরিজের শেষ ওয়ানডে জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার ওয়ানডে জেতার রেকর্ড যে এটিই। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও একই ইতিহাস গড়ল নাজমুল হাসান শান্তর দল।
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার ওয়ানডে জয়ের পর এবার টি-টোয়েন্টিও প্রথমবার জিতল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জেতাও নিশ্চিত করতে চায় লাল-সবুজের দল। অধিনায়ক নাজমুল হাসান শান্তর কণ্ঠে যেন সেই প্রত্যয়ই ব্যক্ত হলো।
মাউন্ট মঙ্গানুইয়ে আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে এখন পরের ম্যাচ নিয়েও আত্মবিশ্বাসী শান্ত, 'দ্বিতীয় ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খেলোয়াড়রা আত্মবিশ্বাসী। পরের ম্যাচের জন্য আমাদের এখন পরিকল্পনা করতে হবে এবং আশা করি, সবাই নিজেদের কাজটা ঠিকমতো করবে।'
উল্লেখ্য, শান্তর অধিনায়কত্বেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট জিতে বাংলাদেশ। এবার কিউইদের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টিও বাংলাদেশ জিতল এই বাঁহাতি ব্যাটসম্যানের অধীনেই।