অনুশীলনে চোট পেয়ে মাঠ ছাড়লেন তামিম
আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি আসরকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল। কয়েকদিন ধরে অনুশীলন করে আসা ওয়ানডের সাবেক এই অধিনায়ক আজ আঙুলে চোট পেয়েছেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং অনুশীলনের সময় বাঁ হাতের আঙুলে চোট পান তিনি।
গত দুদিন ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম। আজ তৃতীয় দিনের অনুশীলনে এসে চোট পেয়ে মাঠ ছাড়তে হলো দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ এই ওপেনারকে।
আজ সকালে ব্যাটিং অনুশীলন শুরু করেন তামিম, তার সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের ডেলিভারি সামলাতে গিয়েই আঙুলে চোট পান তামিম। চোট পাওয়ার পর আর ব্যাটিং করেননি, আঙুলে টেপ পেঁচিয়ে মাঠ ছাড়েন তিনি।
অবসরের ঘোষণা দিয়ে দুদিনের ব্যবধানে সিদ্ধান্ত পাল্টে ফিরে আসা তামিম বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। ঘরের মাঠের ওই সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলেন তিনি, চোট বিবেচনায় এরপর তাকে বিশ্রাম দেওয়া হয়।
নিজে থেকেই ওয়ানডের নেতৃত্ব ছাড়া তামিম মাঝে বেশ কয়েকটি সিরিজে খেলতে পারেননি চোটের কারণে। চোট অনেকটা কাটিয়ে উঠলেও ফিটনেস ইস্যুতেই বিশ্বকাপে খেলা হয়নি তার। শেষ মুহূর্তে তাকে ছাড়াই দল ঘোষণা করা হয়। পরে জানা যায়, নিজেই বিশ্বকাপ মিশন থেকে সরে দাঁড়ান তিনি।
বিশ্বকাপের পরপরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলে বাংলাদেশ, এই সিরিজে খেলা হয়নি তামিমের। পরে নিউজিল্যান্ড সফরেও যাননি বাঁহাতি এই ওপেনার। অবশ্য ম্যাচে না থাকলেও বিপিএলকে লক্ষ্য বানিয়ে ফিটনেস নিয়ে কাজ করে এসেছেন তামিম। এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি।