মরিনহোকে বরখাস্ত করল রোমা
হোসে মরিনহোর ভবিতব্যই যেন এমন, এখন পর্যন্ত অনেক বড় ক্লাবের দায়িত্ব সামলেছেন তিনি। জিতেছেন সব বড় শিরোপাও, তবুও কোনো ক্লাবেই চুক্তির পুরো মেয়াদ শেষ করতে পারেননি তিনি। সেই ধারাবাহিকতায় এবার এএস রোমার কোচের পদ থেকেও বরখাস্ত হয়েছেন মরিনহো।
এক বিবৃতিতে ইতালিয়ান ক্লাবটির কর্তৃপক্ষ এই বিষয়ে নিশ্চিত করেছে। মরিনহোর অধীনে ১৩৮ ম্যাচে ৬৮টিতে জিতেছে রোমা, ৩১ ড্র এর সাথে আছে ৩৯ হার। ২০২১ সালের জুলাইয়ে রোমার দায়িত্ব নেওয়ার পর ক্লাবটিকে তাদের প্রথম কোনো ইউরোপিয়ান শিরোপা জিতিয়েছেন মরিনহো।
ইউরোপা কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন হওয়ার পরের মৌসুমের ইউরোপা লিগেরও ফাইনালে ওঠে রোমা। তবে সেভিয়ার কাছে হেরে রানার্সআপ হতে হয় ইতালির রাজধানী রোমের দলটিকে। এই মৌসুমে অবশ্য রোমার অবস্থা খুব একটা ভালো নয়। সিরি আ'তে ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নয় নাম্বারে আছে তারা।
সর্বশেষ ম্যাচে এসি মিলানের কাছে রোমা হেরেছে ৩-১ গোলের ব্যবধানে। এই হারের পরই ক্লাব কর্তৃপক্ষ মরিনহোকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। যদিও ইউরোপা লিগের নকআউট পর্বে উঠেছে রোমা, কিন্তু লিগের দুর্দশাই মরিনহোকে বরখাস্ত করার মূল কারণ।
৬০ বছর বয়সী এই পর্তুগিজ কোচ তার দায়িত্ব পালন করা সর্বশেষ পাঁচটি ক্লাব থেকেই বরখাস্ত হলেন। রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পারের পর এই তালিকায় যোগ হলো রোমার নামও।