রানার্সআপের মেডেল ভক্তকে দিলেন মরিনহো!
হারতে তিনি অভ্যস্ত নন। ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতার ফাইনাল হলে তো আরো কথাই নেই। তবে এবার সেই রেকর্ড আর ধরে রাখতে পারলেন না হোসে মরিনহো।
এবারের ইউরোপা লিগের ফাইনালের আগে ইউরোপিয়ান প্রতিযোগিতায় পাঁচটি ফাইনালে খেলেছে হোসে মরিনহোর দল। সবগুলোতেই জিতেছে তার কোচিংয়ের অধীনে থাকা দলগুলো।
এই পাঁচ ফাইনালের মধ্যে রয়েছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ইউরোপা লিগ এবং একটি কনফারেন্স লিগ৷ উয়েফার অধীনে হওয়া তিনটি ইউরোপিয়ান প্রতিযোগিতার সবগুলো জেতা একমাত্র কোচও তিনি।
সেই মরিনহোই যখন নিজের প্রথম ইউরোপিয়ান ফাইনাল হারলেন, হতাশা লুকাতে না পারাটাই স্বাভাবিক। সেটি তিনি পারেনওনি। সবসময় স্বর্ণখচিত মেডেল গলায় পড়া মরিনহোর রূপালি মেডেল পছন্দ হয়নি।
আর তাই নিজের রানার্সআপ মেডেলটি মরিনহো দিয়ে দিয়েছেন এক ক্ষুদে ভক্তকে। তবে খুব খুশি মনে কাজটি করেননি পর্তুগিজ এই কোচ। বেশ তিক্ততার সঙ্গেই নিজের গলা থেকে মেডেল খুলে সেই ভক্তের দিকে ছুঁড়ে মারেন 'দ্য স্পেশাল ওয়ান'।