ধর্ষণের অভিযোগে আলভেসের বিরুদ্ধে মামলার শুনানি শুরু
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাবেক ব্রাজিল তারকা দানি আলভেসের মামলার শুনানি শুরু হয়েছে। আজ বার্সেলোনার একটি আদালতে এই শুনানি কার্যক্রম শুরু হয়। আলভেসের বিরুদ্ধে অভিযোগ, একটি নৈশক্লাবে এক ২৩ বছর বয়সী তরুণীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন তিনি।
২০২৩ সালের ২০ জানুয়ারি থেকেই কারাগারে আছেন আলভেস। নিজের পাসপোর্ট স্প্যানিশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া ও সবসময় একটি ট্র্যাকার পড়ে ঘুরবেন এমন শর্ত দেওয়ার পরেও তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়নি।
সাবেক এই বার্সেলোনা তারকার বিরুদ্ধে নয় বছরের কারাদণ্ড ও সঙ্গে এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা শাস্তি হিসেবে আরোপ করার দাবি করেছে অভিযোগকারী পক্ষ। ২০২২ সালের ডিসেম্বর মাসে বার্সেলোনার একটি নৈশক্লাবে তখনকার ২৩ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে আলভেসের বিরুদ্ধে।
যদিও ধর্ষণ করার অভিযোগ বরাবরই প্রত্যাখান করে এসেছেন আলভেস। তবে নিজের জবানবন্দিও বেশ কয়েকবার পাল্টেছেন বার্সেলোনার হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতা এই ব্রাজিলিয়ান রাইট ব্যাক। এখানেই তার দুর্বলতা স্পষ্ট বলে দাবি বাদীপক্ষের।
একদম শুরুতে সেই নারীকে কখনও দেখেননি বলে দাবি করেন আলভেস। তবে এরপর তিনি স্বীকার করেন, সেই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন। এবং নিজের বিয়ে ভাঙা ঠেকাতেই প্রথমে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন বলেও স্বীকারোক্তি দেন আলভেস।