লিয়ানাগের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে লক্ষ্য ২৩৬
জানিথ লিয়ানাগে একাই লড়লেন, তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আর তাতে টস জিতে আগে ব্যাট করা শ্রীলঙ্কা স্কোরবোর্ডে জমা করেছে ২৩৫ রান। উইকেট হারিয়েছে সবকটি। সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ২৩৬ রান।
লঙ্কানদের অল্প রানে বেঁধে রাখতে কমবেশি অবদান রেখেছেন বাংলাদেশের সব বোলারই। তবে পেসারদের কথা আলাদা করে বলতেই হয়। তাসকিন-মুস্তাফিজরা দুর্দান্ত বোলিংয়ে শিকল পড়িয়েছেন শ্রীলঙ্কার রানের চাকায়। এক জানিথ লিয়ানাগে সেঞ্চুরি করে অপরাজিত থেকে গেছেন।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। মাত্র ১৫ রানের মধ্যেই আগের ম্যাচে সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কা ও আরেক ওপেনার আভিষ্কা ফার্নান্দোকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এই ডানহাতি পেসারের এনে দেওয়া শুরুর ওপর ভর করেই লঙ্কানদের ওপর চেপে বসেন অন্য বোলাররাও।
দলীয় ৪১ রানে সাদিরা সামারাবিকরামা ও ৭৪ রানে কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরান মুস্তাফিজ ও রিশাদ। দুই বাংলাদেশী বোলারই এই সিরিজে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন। এরপর ভয়ংকর হয়ে ওঠার আভাস দেওয়া চারিথ আসালাঙ্কাকেও ফেরান মুস্তাফিজ। ৪৬ বলে পাঁচ চারে ৩৭ রান করেন আগের ম্যাচে শ্রীলঙ্কার জয়ের অন্যতম কারিগর আসালাঙ্কা।
এরপর লঙ্কানদের ইনিংস একাই টেনেছেন জানিথ লিয়ানাগে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া এই ডানহাতি ব্যাটসম্যান অপর প্রান্ত থেকে খুব একটা সাহায্য পাননি। শেষ পর্যন্ত ১০২ বলে ১১ চার ও দুই ছয়ে ১০১ রান করে অপরাজিত থেকে যান তিনি।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন ৪২ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। চোট পেয়ে নিজের শেষ ওভার করতে না পারা মুস্তাফিজ ৩৯ রান দিয়ে শিকার করেছেন দুই উইকেট। স্পিনার মেহেদী হাসান মিরাজ ৩৮ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন। রিশাদ ও সৌম্যর শিকার একটি করে উইকেট।