দুই উইকেট হারালেও সেশন শ্রীলঙ্কারই
ব্যাটিংয়ের জন্য পছন্দের উইকেট পাওয়ায় শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা ভুল করছিলেন না, সাবলীল ব্যাটিংয়ে হেসেখেলেই প্রথম সেশন পার করে দেন দিমুথ করুনারত্নে ও নিশান মাদুসকা। শুরুর দিকে জীবন পেয়ে উইকেটে থিতু হয়ে যান তারা।
দ্বিতীয় সেশনে অবশ্য এ দুজনকে আউট করে বাংলাদেশ, যদিও এটা সম্ভব হয়েছে তাদের ভুলের কারণে। অন্যভাবে বলা যায়, বাংলাদেশের পাওয়া দুটি উইকেটই প্রতিপক্ষের উপহার। দুই উইকেট হারালেও দ্বিতীয় সেশনটা লঙ্কানদেরই। ৩১ ওভারের দ্বিতীয় সেশনে ১২৬ রান তুলেছে সফরকারীরা।
৫৮ ওভার শেষে ২ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ২১৪ রান। দ্রুতই উইকেটে মানিয়ে নেওয়া কুশল মেন্ডিস ৬৫ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ১ রানে অপরাজিত আছেন।
শ্রীলঙ্কার দুই উইকেটেই অবদান রাখেন জাতীয় দলে কয়েক বছরের পথচলার পর টেস্টে অভিষেক হওয়া হাসান মাহমুদ। দ্বিতীয় সেশনের শুরুতেই ভাঙে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি। হাসানের দারুণ থ্রো থেকে বল পেয়ে দ্রুততার সঙ্গে স্টাম্প ভাঙেন লিটন কুমার দাস। ৫৭ রান করে রান আউটে কাটা পড়েন মাদুসকা।
শ্রীলঙ্কা ২০০ পেরোনোর পর টেস্টে নিজের প্রথম উইকেটটি পান হাসান। যদিও তার কৃতিত্বের চেয়ে করুনারত্বের ভুলই বেশি ছিল। বেশ বাইরে করা হাসানের লেংথ ডেলিভারিতে ব্যাট চালিয়ে নিজের স্টাম্পই ভেঙে দেন করুনারত্নে। ১২৯ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৮৬ রান করেন বাঁহাতি এই ওপেনার।
হাসান অবশ্য আরও আগেই প্রথম উইকেটের স্বাদ নিতে পারতেন। কিন্তু ফিল্ডারদের ভুলে তা হয়নি। ষষ্ঠ ওভারে তার ওভারে তোলা মাদুসকার সহজ ক্যাচ ফেলে দেন স্লিপে দাঁড়ানো মাহমুদুল হাসান জয়। পরে ২২তম ওভারে আরও একবার সম্ভাবনা জাগিয়ে উইকেট পাওয়া হয়নি হাসানের। সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারেননি সাকিব আল হাসান, বাঁচাতে পারেননি ছক্কাও।