অজি শাসনে এক ম্যাচ আগেই সিরিজ হার বাংলাদেশের
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার কাছে ৫৮ রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা জেগেছে বাংলাদেশের৷
সিরিজ হারানোর ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিক। প্রথম বাংলাদেশী ও সবমিলিয়ে তৃতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে দুই হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন এই বাঁহাতি পেসার।
মিরপুরে টস জিতে ব্যাট করা সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ২০ ওভার খেলে আট উইকেট হারিয়ে ১৬১ রানের বড় সংগ্রহ গড়ে তারা। ঝড়ো ইনিংস খেলেছেন জর্জিয়া ওয়্যারহাম। ৩০ বলে দশটি চারের সহায়তায় ৫৭ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৩৪ বলে ৪৭ রান এসেছে গ্রেস হ্যারিসের ব্যাট থেকে।
অজি মেয়েদের ইনিংসের শেষ তিন বলে এলিস পেরি, সোফি মলিনিউ ও বেথ মুনিকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন ২১ বছর বয়সী এই বাঁহাতি পেসার। নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের হয়ে তৃতীয় হ্যাটট্রিক। যার মধ্যে দুটিই করেছেন ফারিহা তৃষ্ণা। এর আগে মালয়েশিয়ার বিপক্ষে সিলেটে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি।
তৃতীয় ক্রিকেটার হিসেবে নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হ্যাটট্রিকের মালিক হয়েছেন তৃষ্ণা। এর আগে উগান্ডার কনসোলেট আওয়েকো এবং হংকং এর ক্যারি চ্যানের এই কীর্তি ছিল। তবে হ্যাটট্রিক করেও একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড সঙ্গী হয়েছে তৃষ্ণার৷ এর আগে নারী টি-টোয়েন্টিতে ৪২টি হ্যাটট্রিকের ঘটনা রয়েছে, যার মধ্যে একটি ম্যাচেই হেরেছে হ্যাটট্রিক করা খেলোয়াড়ের দল। আজ সেরকম ঘটনা ঘটল মাত্রই দেইতীয়টি।
শেষ তিন বলে তিন উইকেট সহ তৃষ্ণার বোলিং ফিগার দাঁড়ায় চার ওভারে ১৯ রান দিয়ে চারটি উইকেট। এত বড় লক্ষ্য তাড়া করতে হলে বাংলাদেশকে দুর্দান্ত কিছুই করতে হতো। যা পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। ২০ ওভার খেলে নয় উইকেট হারিয়ে ১০৩ রানে থামে বাংলাদেশের ইনিংস।
সর্বোচ্চ ২৭ রান এসেছে ওপেনার দিলারা আক্তারের ব্যাট থেকে। স্বর্ণা আক্তার করেছেন ২১ রান। অজিদের হয়ে সোফি মলিনিউ ও গার্ডনার তিনটি করে উইকেট শিকার করেছেন। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে দুই দল।