আইপিএলের প্রথম সেঞ্চুরি কোহলির ব্যাটে
চলতি আইপিএলে রানের বন্যা বয়ে গেলেও কেউই সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না। অবশেষে ২০২৪ আইপিএল দেখল প্রথম সেঞ্চুরি। যা করেছেন আর কেউ নন, 'দ্য কিং' বিরাট কোহলি।
জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে চলতি আইপিএলের প্রথম সেঞ্চুরিটি করেছেন কোহলি। সবমিলিয়ে আইপিএলে এটি তার অষ্টম সেঞ্চুরি। বলা বাহুল্য, তিনিই আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক।
চলতি আইপিএলের ১৯তম ম্যাচে রাজস্থানের বিপক্ষে ৭২ বলে ১১৩ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে গেছেন কোহলি। তার এই ইনিংসেই আগে ব্যাট করে ১৮৩ রান সংগ্রহ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজের ইনিংসে ১২টি চার ও চারটি ছয় হাঁকিয়েছেন কোহলি। আইপিএলে এটিই তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামের মাঠ কোহলির জন্য খুব একটা পয়া ছিল না। কিন্তু তিনি যে কোহলি, সব প্রতিকূলতাকে জয় করাই যার কাজ। ডানহাতি ব্যাটসম্যান ইনিংসের শুরটা করেছেন দেখেশুনে। হাফসেঞ্চুরি করতে তাকে খেলতে হয়েছে ৩৯ বল। কিন্তু পরের ৩৩ বলে করেছেন ৬১ রান।
এবারের আইপিএলের শুরু থেকেই সর্বোচ্চ রান সংগ্রাহকের অরেঞ্জ ক্যাপ কোহলির দখলে। নিজের অবস্থান আরও মজবুত করলেন এই ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে বড় বার্তাও দিয়ে রাখলেন বেঙ্গালুরুর এই মহাতারকা।