ফিরেই উজ্জ্বল মুস্তাফিজ
এক ম্যাচ বিরতির পর ফিরেই মুস্তাফিজুর রহমান বুঝিয়ে দিলেন, কেন চেন্নাই তাকে একাদশে পেতে চায়। আজ কলকাতার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন এই বাঁহাতি পেসার। চার ওভারে মাত্র ২২ রান খরচ করেছেন, নিয়েছেন দুটি উইকেট। আর তার কল্যাণে কলকাতার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে মাত্র ১৩৭ রানে আটকে দিয়েছে চেন্নাই।
এই ম্যাচে দুই উইকেট নিয়ে আবারও সেরা উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন মুস্তাফিজ। ইনিংস বিরতিতে তার মাথায় পার্পল ক্যাপ পরিয়ে দেন চেন্নাই সতীর্থ রবীন্দ্র জাদেজা। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে নয় উইকেট নিয়েছেন মুস্তাফিজ।
আজ নিজের প্রথম দুই ওভারে কোনো উইকেট না পেলেও মাত্র ছয় করে বারো রান দেন মুস্তাফিজ। তৃতীয় ওভারে আন্দ্রে রাসেলকে রীতিমতো খাবি খাইয়েছেন কাটার-স্লোয়ার বলের সংমিশ্রণে। ক্যারিবিয়ান হার্ডহিটারের উইকেটও পেতে পারতেন মুস্তাফিজ, যদি ধোনি উইকেটের পেছনে সহজ ক্যাচ না ছাড়তেন।
তবে নিজের চতুর্থ ও ইনিংসের শেষ ওভারে আর মুস্তাফিজকে আটকে রাখা যায়নি। কলকাতা অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও মিচেল স্টার্কের উইকেট তুলে নেন কাটার মাস্টার। দুজনকেই ক্যাচ তুলতে বাধ্য করেছেন মুস্তাফিজ। শেষ ওভারে মাত্র দুই রান দিয়েছেন এই বাঁহাতি পেসার।