১৫ বছর বয়সী হাবিবাকে নিয়ে ভারত সিরিজের বাংলাদেশ দল ঘোষণা
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে অভিষেক না হওয়া একমাত্র ক্রিকেটার ১৫ বছর বয়সী পেসার হাবিবা আক্তার পিঙ্কি। দলে তার অন্তর্ভুক্তি অনেকটা চমক জাগানিয়া বটে। হাবিবাকে দলে নেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক বলেন সাজ্জাদ আহমেদ বলেন, 'সোবহানা আক্তারের জায়গায় আমরা পেসার হাবিবা ইসলামকে নিয়েছি।'
সিলেটে হবে পাঁচ ম্যাচ সিরিজের সবকটি টি-টোয়েন্টি। দল ঘোষণার পাশাপাশি সিরিজের সূচিও প্রকাশ করেছে বিসিবি।
বাংলাদেশ নারী দলঃ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, রাবেয়া হায়দার, হাবিবা আক্তার পিঙ্কি।
সিরিজের সূচিঃ
প্রথম টি-টোয়েন্টি - ২৮ এপ্রিল, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট।
দ্বিতীয় টি-টোয়েন্টি- ৩০ এপ্রিল, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট।
তৃতীয় টি-টোয়েন্টি- ২ মে, দুপুর ২টা।
চতুর্থ টি-টোয়েন্টি- ৬ মে, দুপুর ২ টা।
পঞ্চম টি-টোয়েন্টি- ৯ মে, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট।