মুস্তাফিজের খরুচে বোলিং, লক্ষ্ণৌর কাছে হারল চেন্নাই
চলতি আইপিএলে প্রথম দিকে দেখানো ছন্দ শেষ দুই ম্যাচে ধরে রাখতে পারেননি মুস্তাফিজুর রহমান। প্রথম চার ম্যাচে নয় উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার। পরের দুই ম্যাচে নিয়েছেন মাত্র দুই উইকেট।
উইকেট সংখ্যা কমার সঙ্গে রান দেওয়ার অনুপাতও বেড়েছে মুস্তাফিজের। প্রথম চার ম্যাচের তুলনায় সর্বশেষ দুই ম্যাচে বেশ খরুচে বোলিং করেছেন চেন্নাইয়ের বাঁহাতি পেসার। মুস্তাফিজের দলও এই ম্যাচে হেরেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে।
চেন্নাইয়ের দেওয়া ১৭৭ রানের মাঝারি লক্ষ্য মাত্র দুই উইকেট হারিয়েই টপকে গেছে লক্ষ্ণৌ। অধিনায়ক লোকেশ রাহুল খেলেছেন ৫৩ বলে নয় চার ও তিন ছয়ে ৮২ রানের ইনিংস। কুইন্টন ডি ককের ব্যাট থেকে এসেছে ৪৩ বলে ৫৪ রান। মুস্তাফিজ নিজের চার ওভারে দিয়েছেন ৪৩ রান, পেয়েছেন ডি ককের উইকেট। তবে তিনি আঘাত হানার আগেই লক্ষ্ণৌর জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।
এর আগে ব্যাট করে ১৭৬ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। সর্বোচ্চ ৫৭ রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। শেষদিকে মহেন্দ্র সিং ধোনির ঝড়ো নয় বলে ২৮ রান চেন্নাইয়ের সংগ্রহ বাড়াতে সাহায্য করেছে। তবে লক্ষ্ণৌর সেই লক্ষ্য তাড়ায় কোনো সমস্যা হয়নি।
চলতি আইপিএলে এই পর্যন্ত ছয় ম্যাচ খেলে ১১টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় বাংলাদেশী এই পেসার আছেন চার নাম্বারে। সবচেয়ে বেশি ১৩ উইকেট নিয়েছেন জস্প্রিত বুমরাহ। আইপিএলে আর তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফিরতে হবে তাকে।