জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ নাও খেলতে পারেন মুস্তাফিজ
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। চট্টগ্রাম ও মিরপুরে অনুষ্ঠেয় এই সিরিজটি শুরু হবে আগামী ৩ মে। প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমান নাও খেলতে পারেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অবশ্য নিশ্চিত করে কিছু বলেননি তিনি, কেবলই সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব হিসেবে ধরা হচ্ছে। যদিও বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির পরিকল্পনা হিসেবে সিরিজটি আয়োজন করা হয়নি, আগে থেকেই সিরিজটি আইসিসির ভবিষ্যত সূচিতে ছিল। এই সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য মঙ্গলবার ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সাকিব আল হাসানের পাশাপাশি ক্যাম্পের স্কোয়াডে নেই মুস্তাফিজও।
এ দুজনের না থাকার কারণ ব্যাখ্যা করেছেন গাজী আশরাফ। সাকিব পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন, এই মাসের শেষে দেশে ফিরবেন তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছেন মুস্তাফিজ, ১ মে পর্যন্ত তাকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ২ মে দেশে ফেরার কথা তার। আইপিএলে ম্যাচ খেলে দেশে ফিরে পরের দিনই মাঠে নামাটা তার জন্য সহজ নয়।
এ কারণে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। এ ছাড়া কেবল জিম্বাবুয়ে সিরিজই নয়, মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি বিবেচনা করেই তাকে দেশে ফেরানো হচ্ছে; যা আগেই জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। প্রধান নির্বাচকও তেমনই জানালেন।
গাজী আশরাফ বলেন, 'আমার ধারণা মুস্তাফিজ প্রথম ম্যাচে অ্যাভেইলেবল থাকবেন না। কারণ সে আসবেন, তাকে আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তারপর তার সঙ্গে কথোপকথন হবে। এরপর আমরা বুঝে নেব। আমার ধারণা, প্রথম ম্যাচে হয়তো এভেইলেবল থাকবে না মুস্তাফিজ।'
৫ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া জিম্বাবুয়ে। প্রথম তিন টি-টোয়েন্টি চট্টগ্রামে ৩, ৫ ও ৭ মে অনুষ্ঠিত হবে। শেষ দুই ম্যাচ মিরপুরে ১০ ও ১২ মে অনুষ্ঠিত হবে। এরপর মে মাসের তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।