লক্ষ্ণৌর বিপক্ষে আবারও খরুচে মুস্তাফিজ, হারল চেন্নাই
প্রতিপক্ষ সেই লক্ষ্ণৌ, আবারও খরুচে বোলিং মুস্তাফিজের। পরপর দুই ম্যাচে ছন্দহীন বোলিং করে মার খেলেন চেন্নাইয়ের বাঁহাতি পেসার। আর এই দুই ম্যাচেই লক্ষ্ণৌর কাছে হারল চেন্নাই।
লক্ষ্ণৌর বিপক্ষে শেষ ওভারে মুস্তাফিজকে আটকাতে হতো ১৭ রান। প্রথম তিন বলেই ১৯ রান বিলিয়ে দিয়ে চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার।
লক্ষ্ণৌর ইনিংসের শেষ ওভারে ১৭ রান আটকানোর দায়িত্ব পড়ে মুস্তাফিজের ওপর। প্রথম বলে মার্কাস স্টয়নিস হাঁকান ছক্কা, দ্বিতীয় বলে মারেন চার, তৃতীয় বলেও বল বাউন্ডারি পার করেন স্টয়নিস। সেটি আবার ছিল নো বল! পরের বলে ফ্রি হিটে চার মেরে লক্ষ্ণৌকে স্মরণীয় এক জয় এনে দেন অজি অলরাউন্ডার। স্টয়নিস অপরাজিত থাকেন ৬৩ বলে ১২৪ রান করে।
এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের দুর্দান্ত ইনিংসের সুবাদে চেন্নাইকে ছয় উইকেটে হারিয়েছে লক্ষ্ণৌ। আগে ব্যাট করে ২১০ রান সংগ্রহ করে চেন্নাই। সেঞ্চুরি হাঁকান দলের অধিনায়ক রুতুরাজ। ৬০ বলে ১২ চার ও তিন ছয়ে ১০৮ রান করে অপরাজিত থাকেন তিনি। শিভাম দুবের ব্যাট থেকে আসে ঝড়ো ২৭ বলে ৬৬।
লক্ষ্য তাড়ায় স্টয়নিস বলতে গেলে একাই টেনেছেন লক্ষ্ণৌর ইনিংস। ১৩ চার ও ছয়টি ছয় মেরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। মুস্তাফিজ নিজের প্রথম ওভারে মাত্র চার রান দিয়ে কুইন্টন ডি ককের উইকেট তুলে নিলেও এরপর যতবারই বল করতে এসেছেন, রান দিয়েছেন একাধারে। আর তাতে তার বোলিং ফিগার দাঁড়ায় ৩.৩ ওভারে ৫১ রান দিয়ে এক উইকেট।