‘আইপিএলে সফল হলে অন্য জায়গায় আমার জন্য সহজ হবে’
চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছেন মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ আসরে সময়টা ভালোই কাটছে বাংলাদেশের বাঁহাতি এই পেসারের। ৭ ম্যাচে তার শিকার ১২ উইকেট, যা এখন পর্যন্ত যৌথভাবে আসরের দ্বিতীয় সর্বোচ্চ। আইপিএলের পারফরম্যান্স মুস্তাফিজের কাছে বিশেষ কিছু। তিনি মনে করেন, আইপিএলে সফল হলে অন্য জায়গায় পারফর্ম করা তার জন্য সহজ হবে।
মুস্তাফিজের এমন ভাবনার কারণ আইপিএলের ক্রিকেট ও ক্রিকেটারদের মান। আসরটিতে বিশ্বের নামিদামি ক্রিকেটাররা খেলেন, দারুণ লড়াইয়ে অনেক ম্যাচই হয় রুদ্ধশ্বাস। তারকা ক্রিকেটারদের মাঝে থেকেও আলো ছড়ানোর অর্থ সামর্থ্যের প্রমাণ দেওয়া। যা ক্রিকেটারের আত্মবিশ্বাস বাড়ায়, অন্য ম্যাচে লড়ার রসদ জোগায়। মুস্তাফিজও তাই মনে করেন।
চেন্নাই সুপার কিংসের পোস্ট করা এক ভিডিওতে বাংলাদেশের এই পেসার বলেন, 'অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে বেশি তারকা থাকে, সব দেশের। এখানে সফল হলে অন্য জায়গায় আমার জন্য সহজ হবে। বেশ ভালোলাগা কাজ করে যখন আমি বড় দলের বিপক্ষে খেলি। আর বড় দলের বিপক্ষে আপনি যখন পারফর্ম করবেন, তখন সেটা হাইলাইটও হয় বেশি। আমার সব সময়ই বড় দলের বিপক্ষে খেলতে ভালো লাগে, অনেক দর্শক থাকে।'
সারা বছর ক্রিকেট, ম্যাচ নিয়েই ব্যস্ত সময় কাটে মুস্তাফিজের। তবে পেশাদার ক্রিকেটার হলেও ম্যাচ খুব একটা দেখা হয় না, খেলতেই বেশি পছন্দ তার, 'বরাবরই আমি একটু খেলা কম দেখি। খেলতে পছন্দ করি। আমি এমনিতে খেলা দেখি কম। আমার মনে হয় এই সময়টা দেখলে ভালো হয়। টি-টোয়েন্টি খেলা দেখলে আমি শেষের ৪ ওভার...শেষদিকে দেখি। ব্যাটসম্যানরা কোনদিকে মারে, কী করে; এগুলো একটু দেখি বেশি। এমনি আমি পুরো ২০-২০ ৪০ ওভার শেষ করি খুব কম।'
চেন্নাই দলের পরিবেশ, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কাটানো সময় নিয়ে মুস্তাফিজ বলেন, 'এখানে সবাই বন্ধুসুলভ। আমি প্রথম দিন থেকেই এখানে ভালো পরিবেশ পাচ্ছি, কোনো অস্বস্তি কাজ করেনি। মাহি ভাই কিছু ফিল্ড সটআপ দেখিয়েছেন। ডেথ ওভারে কীভাবে বোলিং করতে হয়, ব্র্যাভোর এসব ইনপুট খুব মূল্যবান। বোলিং নিয়েই বেশিরভাগ কথা। এর বাইরে কম কথা হয়, মাঠে কথা হয় টুকটাক। কোনটা করলে কী হয়, মাহি ভাই এসেই আমাকে বলে এই করলে ভালো হয়।'