লঙ্কা প্রিমিয়ার লিগে তামিম-মুশফিক-শান্ত-তাসকিনের নাম
আগামী ১ জুলাই শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগের পঞ্চম মৌসুম। এই মৌসুমে ৫০০–এর বেশি খেলোয়াড় নাম নিবন্ধন করিয়েছেন। দল রয়েছে পাঁচটি।
এলপিএলের নিলামের জন্য বাংলাদেশ থেকে নাম নিবন্ধন করিয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হাসান শান্ত ও তাসকিন আহমেদ। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কার ঘরোয়া এই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে গত বছর বাংলাদেশ থেকে খেলেছিলেন সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, লিটন দাস ও শরীফুল ইসলাম। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোসহ ২৪টি দেশের ক্রিকেটাররা এবারের এলপিএলের নিলামে নাম নিবন্ধন করিয়েছেন। ক্রিকেটারদের নিলামের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
নিলামে নাম দেওয়া তারকা খেলোয়াড়দের তালিকায় আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি, জিমি নিশাম, ইশ সোধি ও মার্ক চাপম্যান। ওয়েস্ট ইন্ডিয়ানদের মধ্যে নিবন্ধন করেছেন শাই হোপ, এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচার। অস্ট্রেলিয়ার উসমান খাজা, দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি ও পাকিস্তানের নাসিম শাহর মতো তারকারাও আছেন নিবন্ধিতদের তালিকায়।
পাঁচ দলের এলপিএলের এবারের আসর শুরু হবে ১ জুলাই থেকে। চলবে ২১ জুলাই পর্যন্ত। নিলামের তারিখ এখনও জানায়নি এসএলসি।