আইপিএলে নিজের শেষ ম্যাচে উইকেটশূন্য মুস্তাফিজ, হারলো চেন্নাই
চলতি আইপিএলে নিজের শেষ ম্যাচ খেললেন মুস্তাফিজুর রহমান। পাঞ্জাবের বিপক্ষে ভালো বোলিং করলেও উইকেটের দেখা পান নি এই বাঁহাতি পেসার। তার দল চেন্নাইও হেরেছে সাত উইকেটের ব্যবধানে।
মুস্তাফিজের অনাপত্তিপত্রের মেয়াদ ছিল ৩০ এপ্রিল পর্যন্ত। পরে সেটি বাড়িয়ে ১ মে করা হয়। এবারের আইপিএলে নয় ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করে থামলেন মুস্তাফিজ।
পাঞ্জাবের বিপক্ষে চার ওভার বল করে মাত্র ২২ রান দিয়েছেন মুস্তাফিজ। এর মধ্যে নিজের তৃতীয় ওভারটিতে কোনো রান নিতে দেন নি পাঞ্জাবের শশাঙ্ক সিংকে। তবে মুস্তাফিজের এই প্রচেষ্টা বৃথা গেছে চেন্নাই হেরে যাওয়ায়।
চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাইয়ের দেওয়া ১৬৩ রানে মাঝারি লক্ষ্য সহজেই টপকেছে পাঞ্জাব। জনি বেয়ারস্টো ৪৬ ও রাইলি রুসো করেছেন ৪৩ রান। ম্যাচ শেষ করতে ২৬ রান করে অধিনায়ক স্যাম কারেন ও ২৫ রান করে শশাঙ্ক সিংও ভূমিকা রেখেছেন।
এর আগে ব্যাট করে ১৬২ রানে থামে চেন্নাই। দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬২ রান। আর কেউ তেমন অবদান রাখতে পারেননি। তাই রানবন্যার আইপিএলে বেশ সহজ লক্ষ্যই পায় পাঞ্জাব। যা দলটি সফলভাবে তাড়া করেছে।