টানা পাঁচ ম্যাচ হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
ঘরের মাঠে দুঃসময়ই গেল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে শুরু, নিগার সুলতানা জ্যোতির দল তিন ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হয়। ভারতের বিপক্ষেও ভাগ্য বললালো না তাদের। এবার আরও বেশি ম্যাচ হেরে আরও একবার হোয়াইটওয়াশের অস্বস্তিতে পড়তে হলো তাদের। পুরো সিরিজজুড়ে ব্যাটিং ব্যর্থতার বৃত্তে আটকে থাকা বাংলাদেশ শেষ ম্যাচেও হার নিয়ে মাঠ ছাড়লো।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ২১ রানে হেরেছে বাংলাদেশ। সফরে দারুণ সময় কাটানো হারমানপ্রিত কৌরের দল সিরিজ জিতলো ৫-০ ব্যবধানে। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে টানা নবম ম্যাচ হারলো বাংলাদেশ। টি-টোয়েন্টিতে তাদের সর্বশেষ জয় ২০২৩ সালের ডিসেম্বরে। ১০ ম্যাচ আগে জেতা দলটি এই ফরম্যাটে পাঁচ মাস ধরে জয়হীন।
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামা ভারত টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। স্মৃতি মান্ধানা, দায়ালান হেমলতা, অধিনায়ক হারমানপ্রিত কৌর, রিচা ঘোষদের ব্যাটে ৫ উইকেটে ১৫৬ রান তোলে, যা এই সিরিজের তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে কেবল রিতু মনি প্রয়োজন মতো ব্যাট চালাতে পেরেছেন। রুবাইয়া হায়দার, শরিফা খাতুনরা রানের দেখা পেলেও তা যথেষ্ট হয়নি। ৬ উইকেটে ১৩৫ রানে থামে বাংলাদেশ।
লক্ষ্য তাড়ায় ৫২ রানের মধ্যেই ৫টি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এর মধ্যে উল্লেখযোগ্য রান করেন সোবহানা মোস্তারী ও রুবাইয়া। সোবহানা ৯ বলে ১৩ ও রুবাইয়া ২১ বলে ৩০ রান করেন। এখান থেকে হাল ধরে ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৫৭ রানের জুটি গড়েন রিতু মনি ও শরিফা। তারা জয়ের সম্ভাবনা জাগাতে না পারলেও ম্যাচে টিকে থাকে বাংলাদেশ।
দলীয় ১০৯ রানে ভাঙে এই জুটি, ৩৩ বলে ৪টি চারে ৩৭ রান করেন রিতু মনি। এরপর ২১ বলে ২৬ রানের জুটি গড়া শরিফা ও রাবেয়া খাতুনের লড়াই হারের ব্যবধান কমিয়েছে কেবল। শরিফা ২১ বলে ৩টি চারে ২৮ ও রাবেয়া ১১ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার জেতা ভারতের বাঁহাতি স্পিনার ৪ ওভারে ২৪ রানে ৩টি উইকেট নেন। আশা সোবহানা ২টি ও তিঁতাস সাধু একটি উইকেট নেন।
এর আগে ব্যাটিং করা ভারতের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন হেমলতা, ২৮ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৭ রান করেন তিনি। মান্ধানা ২৫ বলে ৪টি চার ও একটি ছক্কায় করেন ৩৩ রান। হারমানপ্রিত ২৪ বলে ৪টি চারে ৩০ রানের ইনিংস খেলেন। ১৭ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন রিচা ঘোষ। বাংলাদেশের দুই স্পিনার রাবেয়া খান ও নাহিদা আক্তার ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান সুলতানা খাতুন।