অপরাজিত থাকার হাফ সেঞ্চুরি পূর্ণ লেভারকুসেনের
ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে সব প্রতিযোগিতা মিলিয়ে টাবা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আগেই গড়েছে বায়ার লেভারকুসেন। এবার সেটিকে হাফ সেঞ্চুরিতে পরিণত করল জাবি আলন্সোর দল। বুন্দেসলিগায় বোচামকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে লেভারকুসেন।
বেনফিকার টানা ৪৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আগেই ভেঙেছে লেভারকুসেন। বোচামের বিপক্ষে জেতায় লেভারকুসেনের অপরাজিত থাকার সংখ্যা দাঁড়িয়েছে ৫০ এ। বুন্দেসলিগায় ম্যাচ বাকি আর মাত্র একটি।
তবে লেভারকুসেনের সামনে রয়েছে আরও দুটি শিরোপা জয়ের সুযোগ। নিজেদের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা শিরোপা জেতা দলটির সামনে এখন হাতছানি দিচ্ছে জার্মান কাপ ও ইউরোপা লিগের শিরোপা। দুটিই যদি তারা জেতে তাহলে ঐতিহাসিক ট্রেবল জয়ের কীর্তি অর্জন করবে জাবি আলন্সোর দল।
বোচামের বিপক্ষে লেভারকুসেনের পাঁচটি গোল করেছেন ভিন্ন পাঁচজন খেলোয়াড়৷ ৪১ মিনিটে গোল উৎসবের শুরু করেন প্যাট্রিক শিক। ৯৩ মিনিটে গ্রিমালদোর গোলে শেষ হয় সেটি। মধ্যে বোনিফেস, আদিল ও স্টানিসিচ জালের ঠিকানা খুঁজে পেয়েছেন।
বুন্দেসলিগায় নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে লেভারকুসেন খেলবে অগসবার্গের বিপক্ষে। সেদিনই নিজেদের সমর্থকদের সামনে চ্যাম্পিয়নের মুকুট অর্থাৎ শিরোপা তুলে দেওয়া হবে জাবি আলন্সোর দলের হাতে।