রাজস্থানকে হারিয়ে আইপিএলের ফাইনালে হায়দরাবাদ
সহজ জয়ে আইপিএলের ফাইনালে উঠে গেল সানরাইজার্স হায়দরাবাদ। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে হারিয়েছে প্যাট কামিন্সের দল। ফাইনালে সানরাইজার্সের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।
দ্বিতীয় কোয়ালিফায়ারে এবারের আইপিএলের অন্যান্য ম্যাচের মতো রান বন্যা হয়নি। আগে ব্যাট করে এদিন টি-টোয়েন্টি ক্রিকেটের সাধারণ হিসেবে লড়াকু পুঁজি গড়ে হায়দরাবাদ। কিন্তু সেই রানের ধারেকাছেও যেতে পারেনি রাজস্থান।
আগে ব্যাট করে হায়দরাবাদ তোলে ১৭৫ রান। যা তাড়া করতে নেমে ওপেনার যশ্বসী জয়সওয়াল একপ্রান্তে ঝড় তোলেন। কিন্তু অন্য পাশে তাকে সমর্থন দেওয়ার মতো কেউ দাঁড়াতে পারেননি। তাই বাঁহাতি ওপেনারের ২১ বলে চারটি চার ও তিনটি ছয়ে করা ৪২ রান কাজে আসেনি।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে রাজস্থান। উইকেটকীপার ব্যাটসম্যান ধ্রুভ জুরেল অবশ্য লড়াই করার একটা চেষ্টা চালিয়েছন। কিন্তু তাকেও জয়সওয়ালের পরিণতি ভোগ করতে হয়। ৩৫ বলে সাত চার ও দুই ছয়ে ৫৬ রান করে অপরাজিত থেকে যান জুরেল। সানরাইজার্সের হয়ে ২৩ রান দিয়ে তিন উইকেট শিকার করেন শাহবাজ আহমেদ। দুটি উইকেট তুলে নেন অভিষেক শর্মা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে এদিন স্বভাবসুলভ ঝড়ো শুরু পায়নি সানরাইজার্স হায়দরাবাদ। দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা যোগ করতে পেরেছেন মাত্র ১৩ রান। হায়দরাবাদের সংগ্রহ ১৭৫ এ পৌঁছেছে হেনরিখ ক্লাসেনের ৩৪ বলে চার ছক্কায় ৫০ রানের ইনিংসের কল্যাণে। রাহুল ত্রিপাথির ব্যাট থেকে এসেছে ১৫ বলে ৩৭ রান। ট্রাভিস হেড ৩৪ রান করলেও আজ খেলেছেন ২৮ বল।
রাজস্থানের দুই পেসার ট্রেন্ট বোল্ট ও আবেশ খান সমান তিন উইকেট শিকার করেন। দুটি উইকেট নিয়েছেন সন্দীপ শর্মা। ২৬ মে এবারের আইপিএলের ফাইনালে নিজেদের দ্বিতীয় শিরোপার খোঁজে কলকাতার মুখোমুখি হবে প্যাট কামিন্সের দল।