হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র অপেক্ষাকৃত দুর্বল হলেও প্রথম দুই ম্যাচে ভালো সময় যায়নি বাংলাদেশের। উল্টো পরীক্ষা দিতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। যে পরীক্ষায় 'ফেইল' করেছে তারা। প্রথম দুই টি-টোয়েন্টি হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ।
আজ তৃতীয় ও শেষ ম্যাচে হারলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইটওয়াশ হবে সফরকারীরা। অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ের এই ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। ম্যাচটি টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাদের জায়গায় ডাক পেয়েছেন লিটন কুমার দাস ও হাসান মাহমুদ। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়েন ব্যাট হাতে চরম বাজে সময়ে থাকা লিটন। যুক্তরাষ্ট্র তাদের একাদশে চারটি পরিবর্তন এনেছে। নিয়মিত অধিনায়ক, ওপেনারসহ চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে তারা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও মুস্তাফিজ রহমান।
যুক্তরাষ্ট্র একাদশ: অ্যান্ড্রিস গাউস (উইকেটরক্ষক), অ্যারন জোন্স (অধিনায়ক), নীতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, শায়ান জাহাঙ্গীর, এনশতুশ কেনজিগে, মিলিন্দ কুমার, নিসরাগ প্যাটেল, জসদীপ সিং, শ্যাডলি ভ্যান শাল্কভিক ও সৌরভ নেত্রাভালকার।