এক পরিবর্তন নিয়ে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বড় সংগ্রহ না গড়তে পারলেও বল হাতে দুর্বার হয়ে ওঠা বাংলাদেশ রোমাঞ্চকর এক জয় তুলে নেয়। যা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়। প্রথম ম্যাচ জিতে এবার সিরিজ জয়ে দৃষ্টি সফরকারীদের।
সেই লক্ষ্যে আজ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আগের ম্যাচের মতো আজও টস হেরেছেন এই সিরিজে নেতৃত্ব পাওয়া লিটন কুমার দাস। টস হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। ম্যাচটি সেন্ট ভিনসেন্টের আর্নেস ভেলে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে।
আজকের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব। তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে ডানহাতি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। সর্বশেষ তিনি গত অক্টোবরে ভারত সফরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলেন। ওয়েস্ট ইন্ডিজ তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগে একবারই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের লডারহিলে ক্যারিবীয়দের দুটি টি-টোয়েন্টিতে হারায় তারা, সিরিজ জেতে ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচে সেন্ট কিটসে ৭ উইকেটে হারে বাংলাদেশ। আজ জিতলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিপক্ষে প্রথম সিরিজ জয় হবে বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), আন্দ্রে ফ্লেচার, রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, রোস্টন চেস, আকিল হোসেইন, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ ও ওবেড ম্যাকয়।