মিসিসাগার জয়ে ম্যাচসেরা সাকিব
কোটা সংস্কার আন্দোলনে নীরব ভূমিকা পালন করে আসায় চরম সমালোচিত হয়েছেন সাকিব আল হাসান। কোনো প্রতিক্রিয়া জানাননি, উল্টো এক দর্শকের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে বিতর্কের জন্ম দেন জাতীয় দলের অভিজ্ঞ এই অলরাউন্ডার ও আওয়ামী লীগের এই সংসদ সদস্য। তবে সব সরিয়ে রেখে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলাতেই মনোযোগী সাকিব। যদিও ব্যাটে-বলে সময়টা ভালো যাচ্ছিল না তার, অবশেষে চেনা চেহারায় ফিরেছেন তিনি।
ব্যাটে-বলে আলো ছড়িয়ে হয়েছেন ম্যাচসেরা, জিতেছে তার দল বাংলা টাইগার্স মিসিসাগা। নিজেদের ষষ্ঠ ম্যাচে সোমবার ব্র্যাম্পটনে সারে জাগুয়ার্সকে ২ উইকেটে হারিয়েছে মিসিসাগা। দলের জয়ে অধিনায়ক সাকিব ব্যাট হাতে করেন ৩৬ রান, ৪ ওভার হাত ঘুরিয়ে কৃপণ বোলিংয়ে নেন এক উইকেট। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে মিসিসাগা।
টস হেরে আগে ব্যাটিং করতে নামে জাগুয়ার্স। কার্টিস ক্যাম্ফার, ডেভিড ভিসা, শরিফুল ইসলাম, সাকিবদের দারুণ বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি তারা। বৃষ্টির হানায় ১৮ ওভারে নেমে আসা ম্যাচে ৮ উইকেটে ১০৮ রান তোলে জাগুয়ার্স।
জবাবে মিসিসাগাও রান তুলতে সংগ্রাম করে। মোহাম্মদ ওয়াসিম, রহমানউল্লাহ গুরবাজের পর সাকিবের ৩০ ছাড়ানো ইনিংস দলটিকে জয়ের পথে রাখে। ইনিংসের শেষ ওভারে তাদের জয় নিশ্চিত করেন গুরপাল সিধু ও পারগাত সিং, ৩ বল হাতে রেখে জেতে মিসিসাগা।
ছোট লক্ষ্য তাড়ায় দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় দলটি। ৩০ পেরিয়ে আউট হন ওয়াসিম, ১১ বলে ১৬ রান করেন তিনি। ১৪ বলে ১৯ রান করে আউট হন গুরবাজ। এখান থেকে হাল ধরে দলকে ৯৮ রান পর্যন্ত নিয়ে যান সাকিব, যদিও অন্য প্রান্তে উইকেট পড়তেই থাকে।
দলীয় সংগ্রহ ১০০ ছোঁয়ার আগে আউট হন সাকিব। ৩০ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৬ রান করেন তিনি। ইফতিখার আহমেদ করেন ১২ রান। গুরপাল ৪ ও পারগাত ৬ রানে অপরাজিত থাকেন। জাগুয়ার্সের বেন লিস্টার ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান লোগান ফন বিক ও সুনীল নারাইন।
এর আগে ব্যাটিং করা জাগুয়ার্সের কেউ ২৫ রানের গণ্ডিও পেরোতে পারেননি। ২৫ বলে ২টি চারে ইনিংস সেরা ২১ রান করেন শ্রেয়াশ মভভা। এ ছাড়া হামজা তারিক ১০, বীরানদীপ সিং ১৭, মোহাম্মদ নবী ১৩ ও সুনীল নারাইন ১৬ রান করেন। দলটির আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। সাকিব ৪ ওভারে ২৪ রান খরচায় একটি উইকেট নেন।
বাংলাদেশের বাঁহাতি শরিফুল ইসলামও ৪ ওভারে ২৪ রানে একটি উইকেট পান। আসল তোপ দাগেন ক্যাম্ফার, আইরিশ এই পেসার ৩ ওভারে ১৭ রান খরচায় পান ৪টি উইকেট। ডেভিড ভিসা ও ডিলন হেলিগার একটি করে উইকেট নেন।