নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্য নাগালেই রাখলো বাংলাদেশ
ইংল্যান্ডের বিপক্ষে কখনও জয়ের স্বাদ না নিতে পারলেও আজ দারুণ কিছু করার প্রত্যয় নিয়ে মাঠে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ বল হাতে কাজটা ঠিকঠাকই করেছে। নিয়ন্ত্রিত বোলিংয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়নদের বড় সংগ্রহ গড়তে দেয়নি নিগার সুলতানা জ্যোতির দল।
শনিবার শারজায় 'বি' গ্রুপের ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করা ইংল্যান্ড ৭ উইকেটে ১১৮ রান তুলেছে ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিং করে এটাই ইংলিশদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ১১৯ রান করে জিততেই অবশ্য নিজেদের আগের রেকর্ড ছাড়াতে হবে বাংলাদেশকে। আগের তিন সাক্ষাতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সর্বোচ্চ দলীয় সংগ্রহ ১১৭, তিন ম্যাচেই হারে তারা।
শুরুটা ভালোই হয় ইংল্যান্ডের মেয়েদের। উদ্বোধনী জুটিতে ৬.৪ ওভারে ৪৮ রানের জুটি গড়েন দুই ওপেনার মায়া বাউচিয়ার ও ড্যানি উইয়াট-হজ। ১৮ বলে ৩টি চারে ২৩ রান করা বাউচিয়ারকে ফিরিয়ে ইংলান্ডের ইনিংসে প্রথম আঘাত হানেন বাংলাদেশের লিগ স্পিনার রাবেয়া খান।
কিছুক্ষণ পরই ন্যাট স্কাইভার-ব্রান্টকে ফেরান আরেগ লেগ স্পিনার ফাহিমা খাতুন। এরপর অধিনায়ক হিথার নাইটের সঙ্গে ২০ রানের জুটি গড়েন ইনিংস উদ্বোধন করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংস খেলা উইয়াট-হজ। ৬ রান করা নাইটকে বোল্ড করেন রিতু মণি।
৩ রান পর উইয়াট-হজকে থামান নাহিদা আক্তার। ৪০ বলে ৫টি চারে ৪১ রান করেন ইংলিশ এই ওপেনার। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারানো ইংল্যান্ড সেভাবে রান তুলতে পারেনি। অ্যামি জোন্স ১৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের ইনিংসে তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করেন।
কৃপণ বোলিং করা ফাহিমা ৪ ওভারে ১৮ রানে ২টি উইকেট নেন। নাহিদার শিকারও ২ উইকেট, তবে তিনি তুলনামূলক খরুচে ছিলেন। ৪ ওভারে ৩২ রান দেন তিনি। রিতু মনি ৪ ওভারে ২৪ রানে ২টি উইকেট পান। একটি উইকেট নেন ৪ ওভারে ১৫ রান দেওয়া রাবেয়া।