টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক
সাকিব আল হাসানের শেষ টেস্ট খেলা নিয়ে পক্ষে-বিপক্ষে হওয়া বিক্ষোভের মাঝেই আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট। ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১০টায় শুরু হবে।
এই ম্যাচ দিয়ে টেস্ট দলে অভিষেক হচ্ছে জাকের আলী অনিকের। দেশের ১০৫তম টেস্ট ক্রিকেটার হিসেবে দীর্ঘতম ফরম্যাটে পথচলা শুরু হচ্ছে ২৬ বছর বয়সী উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের। গত বছর অক্টোবরে টি-টোয়েন্টিতে অভিষেক হয় জাকেরের। এই ফরম্যাটে ১৯টি ম্যাচ খেলেছেন তিনি।
তিন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। স্পিন বিভাগ সামলাবেন তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ। একজন পেসার নিয়ে নামছে বাংলাদেশ, খেলছেন হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকা দলে টেস্ট অভিষেক হচ্ছে ম্যাথু ব্রিটজের।
শেষ টেস্টের একাদশ থেকে চারটি পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে। ভারত সফরে খেলা জাকির হাসান ও খালেদ আহমেদ বাদ পড়েছেন। সাকিবের খেলা হচ্ছে না। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও জাকের আলী।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম অনিক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকলটন, ম্যাথু ব্রিটজ, কাইল ভেরেনে, উইয়ান মুলডার, কাগিসে রাবাদা, কেশব মহারাজ ও ডেন পিয়েট।