আইপিএল মেগা নিলাম: প্রথম দিনে ফ্র্যাঞ্চাইজিদের ব্যয় প্রায় ৪৬৮ কোটি রুপি
আইপিএলের আগামী আসরের জন্য আয়োজিত দুই দিনব্যাপী মেগা নিলামের প্রথম দিন শেষ হয়েছে। সৌদি আরবের জেদ্দায় ৮৪ জন ক্রিকেটারের নাম তোলা হয়, দল পেয়েছেন ৭২ জন। এর মধ্যে বিদেশি ক্রিকেটার ২৪ জন। দল পাননি ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোর মতো তারকা ক্রিকেটার। প্রথম দিনে অবিক্রিত থেকে গেছেন ১২ জন।
সোমবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় দ্বিতীয় দিনের নিলাম শুরু হবে। চূড়ান্ত তালিকায় থাকা ৫৭৪ জন ক্রিকেটার থেকে দ্বিতীয় দিনে নিলামে তোলা হবে বাকি ৪৯০ জনকে। এর মধ্যে ১২ জন বাংলাদেশি ক্রিকেটারও আছেন। দুই দিনের নিলাম শেষে দল পাবেন সর্বোচ্চ ২০৪ জন খেলোয়াড়।
প্রথম দিনের ক্রিকেটার কেনায় ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যয়
প্রথম দিনে ৭২ জন ক্রিকেটার কিনতে ১০ ফ্র্যাঞ্চাইজি ব্যয় করেছে ৪৬৭ কোটি ৯৫ লাখ রুপি। আরটিএম (রাইট টু ম্যাচ) কার্ড ব্যবহার করা হয়েছে মোট চারবার।
দামি ক্রিকেটাররা
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে নেয় পাঞ্জাব কিংস। কিন্তু ২০ মিনিটের মধ্যেই ২৭ কোটি রুপিতে ঋষভ পন্তকে দলে ভিড়িয়ে আইপিএলের সব রেকর্ড ভেঙে দেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ভেংকটেশ আইয়ারকেও নিয়েও কাড়াকাড়ি হয়, ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে পুরনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন তিনি।
১৮ কোটি রুপিতে আর্শদীপ সিংকে ধরে রেখেছে পাঞ্জাব কিংস, একই দামে তারা দলে নিয়েছে যুজবেন্দ্র চাহালকে। ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে গুজরাট টাইটান্সে ঠিকানা হয়েছে ইংলিশ ক্রিকেটার জস বাটলারের। শেষ মুহূর্তে নিলামে নাম দিয়ে রাজস্থান রয়্যালসে ফিরেছেন জফরা আর্চার। তাকে নিতে দলটিকে খরচা করতে হয় ১২ কোটি ৫০ লাখ রুপি।
প্রথম দিনে কোন দল কিনেছে কয় ক্রিকেটার
পাঞ্জাব কিংস: ১০ জন
দিল্লি ক্যাপিটালস: ৯ জন
গুজরাট টাইটান্স: ৯ জন
সানরাইজার্স হায়দরাবাদ: ৮ জন
চেন্নাই সুপার কিংস: ৭ জন
কলকাতা নাইট রাইডার্স: ৭ জন
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: ৭ জন
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ৬ জন
রাজস্থান রয়্যালস: ৫ জন
মুম্বাই ইন্ডিয়ান্স: ৪ জন
প্রথম দিনের দামি ১০ ক্রিকেটার
ঋষভ পন্ত- ২৭ কোটি রুপি, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস,
শ্রেয়াস আইয়ার- ২৬ কোটি ৭৫ লাখ রুপি, পাঞ্জাব কিংস
ভেংকটেশ আইয়ার- ২৩ কোটি ৭৫ লাখ রুপি, কলকাতা নাইট রাইডার্স
আর্শদীপ সিং- ১৮ কোটি রুপি, পাঞ্জাব কিংস
যুজবেন্দ্র চাহাল- ১৮ কোটি রুপি, পাঞ্জাব কিংস
জস বাটলার- ১৫ কোটি ৭৫ লাখ রুপি, গুজরাট টাইটান্স
লোকেশ রাহুল- ১৪ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালস
ট্রেন্ট বোল্ট- ১২ কোটি ৫০ লাখ রুপি, মুম্বাই ইন্ডিয়ান্স
জফরা আর্চার- ১২ কোটি ৫০ লাখ রুপি, রাজস্থান রয়্যালস
জশ হ্যাজলউড- ১২ কোটি ৫০ লাখ রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু