বিপিএলের প্রাইজমানি বাড়লো ২ কোটি টাকা
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/11/05/bpl.jpg)
২০১২ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রাইজমানি নিয়ে ২০২২ সাল পর্যন্তও অনেক আলোচনা-সমালোচনা ছিল। ২০২৩ সালে বাড়ানো হয় প্রাইজমানির অর্থ, পরের আসরেও ছিল একই পরিমাণ। প্রাইজমানির অর্থ এবার আরও বাড়ানো হয়েছে। ২ কোটি ৩ লাখ বাড়ানোর পর এবারের বিপিএলের মোট প্রাইজমানি দাঁড়িয়েছে ৫ কোটি ৩১ লাখ টাকা।
চ্যাম্পিয়ন দল পাবে আড়াই কোটি টাকা, আগে দেওয়া হতো ২ কোটি। রানার্স আপ দল পাবে দেড় কোটি টাকা। চ্যাম্পিয়নের মতো তাদের প্রাইজমানিও ৫০ লাখ টাকা বেড়েছে। তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে আসর শেষ করা দলগুলো আগে কখনও প্রাইজমানি পায়নি, এবার তারাও পাবে অর্থ পুরস্কার।
তৃতীয় স্থান দখল করা খুলনা টাইগার্স পাবে ৬০ লাখ টাকা। এলিমিনেটর থেকে বিদায় নেওয়া আসরের চতুর্থ দল রংপুর রাইডার্স পাবে ৪০ লাখ টাকা। প্রথমবারের মতো টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারকে দেওয়া হবে অর্থ পুরস্কার, তিনি পাবেন তিন লাখ টাকা।
এ ছাড়া ফাইনালের ম্যাচসেরা, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারিদের প্রাইজমানি আগের মতোই আছে। টুর্নামেন্ট সেরাকে দেওয়া হবে ১০ লাখ টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহক পাবেন ৫ লাখ টাকা। এই পুরস্কার জেতার দৌড়ে এগিয়ে আছেন খুলনার ওপেনার নাঈম শেখ। ১৪ ম্যাচে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরিসহ ৪২.৫৮ গড়ে টুর্নামেন্ট সর্বোচ্চ ৫১১ রান করেছেন তিনি।
সর্বোচ্চ উইকেট শিকারিও পাবেন ৫ লাখ টাকা। এই পুরস্কার জেতার লড়াইয়ে এগিয়ে দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। পুরো আসরজুড়ে দারুণ বোলিং করা ডানহাতি এই পেসার ১২ ম্যাচে নিয়েছেন ২৫টি। সেরা উদীয়মান ক্রিকেটারের মতো টুর্নামেন্টের সেরা ফিল্ডারও পাবেন ৩ লাখ টাকা।