পাকিস্তান দলে সুযোগ না পাওয়া ওয়াহাব রিয়াজ এখন চানা বিক্রেতা!
পাকিস্তান দলের সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা পেসারদের একজন তিনি। তবে বিভিন্ন লিগে খেললেও দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে ওয়াহাব রিয়াজ। ফুসরতে থাকা এই তারকা ফাস্ট বোলার এবার শেষমেশ রাস্তার পাশে ঠেলা গাড়িতে করে 'চানা' বিক্রিই শুরু করে দিলেন।
সোমবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে 'চানা বিক্রেতা' হিসেবে দাবি করে একটি ভিডিও পোস্ট করেন ওয়াহাব। পোস্টের ক্যাপশনে লেখেন, 'আজকের জন্য আপনাদের চানাওয়ালা চাচা। আপনাদের অর্ডার পাঠান, কী বানাব এবং কত টাকার বানাব বলুন।'
পাকিস্তান তারকার এমন বেশভূষা দেখে তো সবাই অবাক। ভক্ত থেকে শুরু করে নিজের সতীর্থরাও কমেন্ট করেছে তার ভিডিওতে। পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ লিখেছেন, 'ওয়াহাব কাকা, আলিও চানা খেতে চায়।'
গোটা বিষয়টি সবার হাসির খোরাক হলেও ওয়াহাব জানিয়েছেন, ছোটবেলার স্মৃতিচারণা করতেই একদিনের জন্য চানা বিক্রেতা সেজেছেন তিনি।
প্রসঙ্গত, ৩৬ বছর বয়সী ওয়াহাব পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৯১টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৮ সালের পর থেকে আর জাতীয় দলের জার্সি গায়ে দেখা যায়নি তাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়াহাব জানিয়েছেন, ২০২৩ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর চিন্তা করছেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস।