আফগানিস্তান সিরিজে বাংলাদেশের ফিল্ডিং কোচ রাজিন সালেহ
রাজিন সালেহ, বাংলাদেশের সাবেক ব্যাটসম্যান। জাতীয় দলের হয়ে খেলেছেন ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত। এই সময়ে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও নজর কেড়েছেন বাংলাদেশের হয়ে ২৪ টেস্ট ও ৪৩ ওয়ানডে খেলা রাজিন। ফিল্ডিং নিয়ে নিজের ভালোবাসার কথা বহুবার বলেছেন তিনি। সেই ভালোবাসার জায়গাতে বড় পরিসরে কাজ করার সুযোগ পেলেন রাজিন।
আফগানিস্তান সিরিজে জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। রাজিন সালেহও বিষয়টি নিয়ে টিবিএসের সঙ্গে কথা বলেছেন।
ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরে রাজিন সালেহকে ফিল্ডিং কোচ করার পরিকল্পনা ছিল বিসিবির। কিন্তু প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সঙ্গে চুক্তি থাকায় দক্ষিণ আফ্রিকাতে বাংলাদেশ দলের সঙ্গে যাওয়া হবে না তার।
এ নিয়ে জালাল ইউনুস বলেন, 'রাজিন আফগানিস্তান সিরিজে ফিল্ডিং কোচ হিসেবে থাকবে। দক্ষিণ আফ্রিকা সফরেও তাকে কোচ করতে চেয়েছিলাম। কিন্তু সে যেতে পারবে না। কারণ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রধান কোচ সে। তখন লিগের খেলা চলবে, তাকে থাকতে হবে। দক্ষিণ আফ্রিকাতেও তার নাম রেখেছিলাম। কিন্তু ও ফোন করে জানিয়েছে, প্রাইম ব্যাংকের কথা। যেহেতু সে ওখানে চাকরি করে, স্থায়ী চাকরি, এ কারণে ও চাচ্ছিল না।'
রাজিন বলেন, 'আমাকে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে বলেছে। এটা অবশ্যই ভালো লাগার মতো। অভিষেক টেস্টে ফিল্ডার হিসেবে আমি জনপ্রিয় হয়েছিলাম। দ্বাদশ খেলোয়াড় হিসেবে শচিন টেন্ডুলকার, মুরালি কার্তিকের ক্যাচ ধরেছিলাম। ওভাবে শুরু হয়েছিল আমার। প্রতিটা মানুষের ভালো লাগার জায়গা থাকে। ফিল্ডিং নিয়ে আমার গর্ব করার মতো জায়গা ছিল।'
'আমার স্বপ্ন ছিল যখন আমি কোচিং স্টাফে যাব, ব্যাটিং কোচ হিসেবে থাকব, তবে যদি কখনও বাংলাদেশ দলে যাই, ফিল্ডিং কোচ হিসেবে যেন যেতে পারি, কাজ করতে পারি। শুধু সাময়িক কাজের জন্য না, দীর্ঘ সময় নিয়ে যেন বাংলাদেশ দলে কাজ করতে পারি এবং বাংলাদেশ দলকে যেন ভালো সার্ভিস দিতে পারি, এটা আমার লক্ষ্য ছিল। এখন আমি একটা ছোট অ্যাসাইনমেন্ট পেয়েছি, এই কাজটা যেন আমি ভালোভাবে করতে পারি, সামনে এগোতে পারি এবং বাংলাদেশ দলের জন্য অনেক দিন কাজ করতে পারি।' যোগ করেন রাজিন সালেহ।
২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পান রায়ান কুক। ফিল্ডিংয়ে সেভাবে উন্নতি না হওয়ায় সব সময়ই সমালোচিত হতেন দক্ষিণ আফ্রিকার এই কোচ। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিল্ডিংয়ে ভরাডুবির পর কুককে ছাঁটাই করে বিসিবি। এরপর দায়িত্ব পান স্থানীয় কোচ মিজানুর রহমান বাবুল। পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজে ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। এবার রাজিনকে দায়িত্ব দেওয়া হলো।
বাংলাদেশের হয়ে পাঁচ বছর খেলা রাজিন ২০১৮ সালের শেষ দিকে খেলোয়াড়ী জীবনের ইতি টানেন। এরপর থেকে বিভিন্ন ক্লাবে কোচিং করিয়ে আসছেন তিনি। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রধান কোচের দায়িত্বে থাকা রাজিন চলতি বিপিএলে খুলনা টাইগার্সের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন।