চাচা ও ক্রিকেটের প্রথম কোচকে হারিয়ে শোকাহত তামিম
তামিম ইকবাল, নাফিস ইকবালদের চাচা ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ছোট ভাই আকবর খান মারা গেছেন। ৪৫ বছর বয়সী আকবর খান বৃহস্পতিবার ভোর ৩টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার নামাজের জানাযা বাদ আসর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের আউটারে অনুষ্ঠিত হবে।
ক্রিকেট পরিবারের সন্তান আকবর খান নিজেও ক্রিকেটার ছিলেন। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের প্রথম কোচ তিনি। আকবর খানের তত্ত্ববধানেই প্রথমবারের মতো ক্রিকেট বলে খেলেন তামিম। চাচার জন্য দোয়া চেয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে তামিম নিজেই এটা জানিয়েছেন।
নিজের ফেরিভাইড ফেসবুক পেজে আকবর খানের একটি ছবি পোস্ট করে তামিম লিখেছেন, 'আমার ছোট চাচা আকবর খান আজ ভোরে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।'
এরপর তামিম লিখেছেন, 'উনি নিজেও এক সময় ক্রিকেটার ছিলেন। অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম তার কাছ থেকে।'
চাচার যত্ন করে গড়ে দেওয়া ভিতের কারণেই আজ এ পর্যায়ে আসতে পেরেছেন বলে মনে করেন তামিম। জাতীয় দলের অভিজ্ঞ এই ওপেনার আরও লিখেছেন, 'ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তার তত্ত্বাবধানে। ক্রিকেটের পথে আজ যতদূর আসতে পেরেছি, উনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই।'