ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারলেন না বাংলাদেশের মেয়েরা
নারীদের ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সুখস্মৃতি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিই। এর আগে ও পরে শুধু হারই সঙ্গী হয়েছে নিাগর সুলতানা জ্যোতির দলের। হারের বৃত্ত ভেঙে ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রত্যয়ের কথা জানালেও মাঠে বিবর্ণ বাংলাদেশের দেখা মিললো। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেছে।
মঙ্গলবার নিউজিল্যান্ডের হ্যামিল্টনে অনুষ্ঠিত ম্যাচে ভারতের বিপক্ষে ১১০ রানে হেরেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচে একটিতে জয় পাওয়া বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে আছে। পরের দুই ম্যাচে আগামী ২৫ মার্চ ওয়েলিংটনে অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ ইংল্যান্ডের মুখোমুখি হবেন বাংলাদেশের মেয়েরা।
টস জিতে আগে ব্যাটিং কর নামে ভারত। স্মৃতি মান্দানা, শেফালি ভার্মা, ম্যাচসেরা যশতিকা ভাটিয়া ও পূজা বাস্ত্রাকারের ব্যাটে ৭ উইকেটে ২২৯ রান তোলে তারা। জবাবে স্নেহ রানা, জুলান গোস্বামী, পূজা বাস্ত্রাকারদের বোলিং তোপের মুখে ৪০.৩ ওভারে ১১৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। নিজেদের ষষ্ঠ ম্যাচে পাওয়া এই জয়ে সেমি-ফাইনালে আশা টিকে রইলো ভারতের।
লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ নিয়মিত উইকেট হারিয়ে গেছে। চরম ব্যাটিং ব্যর্থতায় ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ধুঁকিয়ে ধুঁকিয়ে ব্যাটিং করেন তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন সালমা খাতুন।
এ ছাড়া মুর্শিদা খাতুন ১৯, লতা মন্ডল ২৪, রিতু মনি ১৬ ও জাহানারা আলম ১১ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। স্নেহ রানা ৪টি এবং জুলান গোস্বামী ও পূজা বাস্ত্রাকার ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান রাজেশ্বরী গায়কোয়াদ ও পুণম যাদব।
এর আগে ব্যাটিং করা ভারতের হয়ে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন ম্যাচসেরা যশতিকা। এ ছাড়া স্মৃতি মান্দানা ৩০, শেফালি ভার্ম ৪২, হারামানপ্রিত কর ১৪, রিচা ঘোষ ২৬, পূজা বাস্ত্রাকার অপরাজিত ৩০ ও স্নেহ রানা ২৭ রান করেন। বাংলাদেশের রিতু মনি ৩টি, নাহিদা আক্তার ২টি ও জাহানারা আলম একটি উইকেট নেন।